Logo
×

Follow Us

বিনোদন

অনুকরণ করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন অমিতাভ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০, ১০:২৯

অনুকরণ করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন অমিতাভ

‘রিশতে মে হাম তুমহারে বাপ হ্যায়, নাম হ্যায় শাহেনশাহ’- গলা ভারী করে, মুখ গম্ভীর করে আয়নার সামনে দাঁড়িয়ে অমিতাভ বচ্চনের এই ডায়লগ আওড়ায়নি, এমন মানুষ খুঁজতে বেগ পেতে হয়। 

গোটা দেশ, প্রজন্মের পর প্রজন্ম তার ক্যারিশ্মাতে বুঁদ। অথচ সেই ‘বিগ বি’ও এক সময় অনুকরণ করেছিলেন বিখ্যাত এক তারকাকে। সেই ছবিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

দেখা যাচ্ছে, কালো লেদারের প্যান্ট ও জ্যাকেট পরে নাচের ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন অমিতাভ। এক ঝলক দেখলেই স্পষ্ট হয়ে যায় মাইকেল জ্যাকসনকে অনুকরণ করার চেষ্টা করছিলেন বলিউডে ‘অ্যাংরি ইয়ং ম্যান’। ক্যাপশন পড়লে তা আরো স্পষ্ট হয়ে ওঠে। 


বিগ বি লিখেছেন, যখন মনমোহন দেশাই ভেবেছিলেন আমি ‘গঙ্গা যমুনা সরস্বতী’ ছবিতে মাইকেল জ্যাকসনকে অনুকরণ করতে পারব। কিন্তু খুব বাজে ভাবে ব্যর্থ হয়েছিলাম আমি।

বিগ বি-র এই পোস্টে ইতিমধ্যেই অনুরাগীদের লাইক, কমেন্টের বন্যা। ভালবাসা জানিয়েছেন রণবীর সিং, মৌনি রায়ের মতো তারকাও।

আজ থেকে প্রায় ৩২ বছর আগে মুক্তি পেয়েছিল ‘গঙ্গা যমুনা সরস্বতী’। অমিতাভের সাথে এই ছবিতে অভিনয় করেছিলেন মীনাক্ষী শেষাদ্রি, মিঠুন চক্রবর্তী, জয়া প্রদা, অমরেশ পুরির মতো তারকারা। বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়লেও, সেই সময়কার বিশেষ মুহূর্তগুলো আজও তার মনে উজ্জ্বল। -আনন্দবাজার পত্রিকা

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫