Logo
×

Follow Us

বিনোদন

লেডি গাগার ফ্রেঞ্চ বুলডগ অপহৃত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫০

লেডি গাগার ফ্রেঞ্চ বুলডগ অপহৃত

প্রখ্যাত গায়িকা লেডি গাগার দুইটি ফ্রেঞ্চ বুলগড অপহরণ করা হয়েছে। ডগ ওয়াকারকে গুলি করে কুকুর নিয়ে পালিয়েছে অপহরণকারী।

লস এঞ্জেলসে দুঃসাহসিক অপহরণ। লেডি গাগার দুইটি ফ্রেঞ্চ বুলডগ কুকুর অপহরণ করা হলো। লেডি গাগার তিনটি ফ্রেঞ্চ বুলডগ আছে। ডগ ওয়াকার তিনটি কুকুরকে নিয়ে বেরিয়েছিলেন। সে সময় অপহরণকারী একটি সেমি অটোমেটিক হ্যান্ডগান থেকে গুলি চালায়। ডগ ওয়াকার গুরুতর আহত হয়ে পড়ে যান। তারপর দুইটি কুকুর নিয়ে সে পালায়। তৃতীয় কুকুরটি পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করেছে।

এই কুকুরগুলি লেডি গাগার অত্যন্ত প্রিয়। তাদের জন্য আলাদা ইনস্টাগ্রাম পেজ খুলেছেন তিনি। লেডি গাগা এখন রোমে শুটিং করছেন। তার প্রতিনিধি জানিয়েছেন, কুকুর ফিরে পেলে লেডি গাগা পাঁচ লাখ ডলার দেবেন। যিনি কুকুর ফেরত দেবেন, তাকে কোনো প্রশ্ন করা হবে না।

লেডি গাগার কুকুর বলে অপহরণ করা হয়েছে, না কি, ফ্রেঞ্চ বুলডগ বলে দুইটি কুকুর নিয়ে অপহরণকারী পালিয়েছে তা স্পষ্ট নয়। এই ফ্রেঞ্চ বুলডগ অত্যন্ত দামি কুকুর। এগুলির ব্রিডিংও খুব যত্ন নিয়ে করতে হয়। শুধু লেডি গাগা নয়, যুক্তরাষ্ট্রে অনেকেরই ফ্রেঞ্চ বুলগড চুরি হয়েছে।

সূত্র- ডয়েচে ভেলে


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫