Logo
×

Follow Us

বিনোদন

প্রথমবারের মতো জুটি বাঁধছেন ইয়াশ-দীঘি

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২২

প্রথমবারের মতো জুটি বাঁধছেন ইয়াশ-দীঘি

প্রথমবারের মতো জুটি বাঁধছেন ইয়াশ রোহান ও দীঘি।

জানা যায়, ইয়াশ-দীঘির জুটিকে দেখা যাবে নতুন একটি ওয়েব ফিল্মে, নাম 'শেষ চিঠি'। পরিচালনা করতে যাচ্ছেন সুমন ধর।

গেলো সপ্তাহে ইয়াশ-দীঘিকে ওয়েব ফিল্মটির জন্য চুক্তিবদ্ধ করিয়েছেন পরিচালক৷ যেখানে আরো এক চরিত্রে অভিনয় করবেন সাবেরী আলম। পরিচালক জানান, ২ মার্চ থেকে 'শেষ চিঠি'র শুটিং শুরু হচ্ছে।থম সিনেমা 'স্বপ্নজাল' দিয়ে পরিচিতি পেয়েছেন ইয়াশ রোহান। এরপর ভিন্ন-ভিন্ন চরিত্র ও গল্পের একাধিক নাটকে অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়েছেন তিনি। 

'শেষ চিঠি' ওয়েব ফিল্ম প্রসঙ্গে ইয়াশ বলেন, সময়োপযোগী গল্পের কনটেন্ট এটি। দীঘির সাথে পরিচয় না থাকলেও তার অনেক নাম শুনেছি। এবার একসাথে কাজ করতে যাচ্ছি। সবকিছু মিলিয়ে আশা করছি কাজটি ভালো হবে। 

উল্লেখ্য, যেকোনো একটি ওটিটি প্ল্যাটফর্মে শেষ চিঠি মুক্তি পাবে বলে জানালেন পরিচালক সুমন ধর৷ 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫