
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
শনিবার (৩ এপ্রিল) রাতে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফুসফুসের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে এসেছিলেন। তখন তাকে স্পেশাল কেয়ার ইউনিটে নেয়া হয়। একদিন পর তাকে কেবিনে হস্তান্তর করা হয়।বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন। শরীরে করোনার কিছু লক্ষণ থাকলেও তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ।