Logo
×

Follow Us

বিনোদন

‘কিছু তো লজ্জা করুন’, বলিউড তারকাদের কটাক্ষ নওয়াজের

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১০:৫৬

‘কিছু তো লজ্জা করুন’, বলিউড তারকাদের কটাক্ষ নওয়াজের

টাইগার শ্রফ, নওয়াজউদ্দিন সিদ্দিকী ও শ্রদ্ধা কাপুর

করোনাভাইরাস মহামারিতে ধুঁকছে ভারত। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশ একেবারে জর্জরিত। প্রতিদিনই লাখে লাখে বাড়ছে সংক্রমণ, সেই সাথে বাড়ছে মৃত্যু সংখ্যাও। 

আর এই অবস্থায় বলিউড তারকাদের সমুদ্র সৈকতে ছুটি কাটাতে যাওয়া মোটেই ভালো চোখে দেখছেন না ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ খ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

দেশটিতে টানা ছয়দিন করোনা আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে মৃত্যু সংখ্যাও। হাসপাতালে অক্সিজেনের অভাবে বিগত কিছুদিনে মৃত্যু হয়েছে একাধিক করোনা রোগীর। এমন পরিস্থিতিতে তার সহকর্মী বলিউড তারকাদের বিদেশ ভ্রমণ নিয়ে তাদের দিকে আঙুল তুললেন নওয়াজউদ্দিন। দেশের এই সংকটজনক অবস্থায় বলিউড তারকাদের সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়াকে দায়িত্বজ্ঞানহীনের কাজ বলেই কটাক্ষ করেছেন তিনি।

মালদ্বীপে ছুটি কাটাতে যান দিশা, জাহ্নবী, ক্যাটরিনা ও আলিয়া

করোনা পরিস্থিতি থেকে নিজেদের একটু হাওয়া বদল করতে বলিউডের একাধিক তারকা পাড়ি দিয়েছেন বিদেশ ভ্রমণে। বেশিরভাগ তারকাই বেছে নিয়েছেন মালদ্বীপের নির্জন সমুদ্র সৈকত। শুধু নিজেরা ভ্রমণে গিয়েছেন তাই নয়, মালদ্বীপের নীল সমুদ্র সৈকতের সামনে বসে কাটানো মনোরম মুহুর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন দর্শকদের জন্যে। দেশের এই কঠিন সময় নিজেদের স্বাচ্ছন্দে নিশ্চিন্তে কাটানো মুহূর্তের ছবি নিয়ে তীব্র নিন্দা করলেন নওয়াজউদ্দিন।

একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন নিজের এই ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘দেশ এখন সংকটে রয়েছেন, অর্থনৈতিক মন্দায় ভুগছে। সাধারণ মানুষের কাছে খাবার কিনে খাওয়ার মতো টাকা নেই। আর এই সকল তারকারা বিদেশ ভ্রমণে যাচ্ছেন। ছুটি কাটাতে যাওয়া ভুল নয়, কিন্তু সেখানে গিয়ে নিজেদের আনন্দের মুহুর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যা সত্যিই অত্যন্ত লজ্জার বিষয়’। 

তাই নিজেদের খুশির মুহুর্তের ছবি এই সময় সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করে তা নিজেদের কাছে রাখার অনুরোধ করেছেন নওয়াজ। তিনি আরো বলেছেন, ‘মানুষের খাবার কেনার টাকা নেই, আপনারা টাকা নষ্ট করছেন। একটু লজ্জা বোধ তো করুন!’

দেশের এই কঠিন পরিস্থিতিতে বলিউড তারকাদের সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা মাথায় রেখে একটু মানবিক এবং সদয় হওয়ার অনুরোধ করেছেন নওয়াজ। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে তার জন্মভিটে বুধনায় রয়েছেন।

এবছর দিশা পাটানি, টাইগার শ্রফ, রণরীর কাপুর, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, সারা আলি খান, মাধুরি দীক্ষিত প্রমুখ তারকা করোনা পরিস্থিতি থেকে হাওয়া বদলের জন্যে পাড়ি দিয়েছিলেন মালদ্বীপে। -কলকাতা২৪/৭

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫