
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত / ছবি: সংগৃহীত
করোনা আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। শনিবার (৮ মে) তার করোনা আক্রান্তের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে নিজেই জানিয়েছেন এই বলিউড অভিনেত্রী।
পোষ্টে তিনি লিখেন, 'আমার শরীরে যে করোনার জীবাণু বাসা বেঁধেছে তা আমি একদমই বুঝতে পারিনি। গত কয়েকদিন ধরেই আমি অসুস্থবোধ করছিলাম, শরীর দুর্বল লাগছিল। চোখ ছলছল করছিল৷'
কঙ্গনা রানাওয়াত আরো বলেন, আমার হিমাচল প্রদেশে যাওয়ার কথা ছিল। সেজন্য গতকাল আমি করোনা টেস্ট করতে দিয়েছিলাম। আজ রিপোর্ট আসার পর জানতে পারি আমি করোনা পজিটিভ।
ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রেকর্ড সংখ্যক মানুষ প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন ও মৃত্যুবরণ করছেন। অনেক বলিউড তারকা অভিনয়শিল্পী মরণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও বেশিরভাগই সুস্থ হয়েছেন। আবার কয়েকজন প্রাণও হারিয়েছেন।