
যুক্তরাষ্ট্রের প্রখ্যাত গায়িকা লেডি গাগা।
যুক্তরাষ্ট্রের প্রখ্যাত গায়িকা লেডি গাগা মাত্র ১৯ বছর বয়সে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়েছিলেন। একটি নতুন সাক্ষাৎকারে জীবনের এই দুর্বিষহ অভিজ্ঞতার কথা প্রকাশ করলেন তিনি।
অপরাহ উইনফ্রে এবং প্রিন্স হ্যারির নতুন অ্যাপল টিভি প্লাস শোতে এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
লেডি গাগা বলেন, তখন আমার বয়স ১৯ বছর। আমি তাদের সঙ্গে কাজ করছিলাম। একজন নির্মাতা আমাকে বললেন, তোমার কাপড় খুলে দাও। আমি না বলেছিলাম। তারা আমাকে হুমকি দিয়েছিল, তারা আমার সমস্ত সংগীত পুড়িয়ে ফেলবে।
তিনি জানান, এরপর ওই সংগীত প্রযোজক তাকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন। সংগীতে তার প্রথম দিনগুলোতে ঘটে যাওয়া এই ঘটনার বর্ণনা দেয়ার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন গাগা।
৩৫ বছর বয়সী এই গায়িকা জানিয়েছেন, ওই ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সুস্থ হতে তার আড়াই বছর সময় লেগেছিল।
এখনও তিনি সেই নির্যাতনকারীর নাম প্রকাশ করেননি। গাগা বলেন, অনেকে হয়তো এমন ঘটনায় বিব্রত নন, কিন্তু আমি বিব্রত। আমি সেই মানুষটির মুখোমুখি কখনই হতে চাই না।
স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোটা ওরফে লেডি গাগা বিচিত্র ফ্যাশনের জন্য বেশ আলোচিত। গাগার ঝুলিতে আছে ১২টি গ্র্যামি, একটি করে অস্কার ও বাফটা, তিনটি ব্রিট, দুটি গোল্ডেন গ্লোব, ১৮টি এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ডসহ রয়েছে অনেক পুরস্কার।