Logo
×

Follow Us

বিনোদন

মীরাক্কেলে দ্বিতীয় রানারআপ বাংলাদেশি উচ্ছ্বাস

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ জুন ২০২১, ১৪:০৬

মীরাক্কেলে দ্বিতীয় রানারআপ বাংলাদেশি উচ্ছ্বাস

‘মীরাক্কেল’-এ দ্বিতীয় রানারআপ হয়েছেন মো. তৌফিক এলাহী আনছারী উচ্ছ্বাস।

ভারতীয় জি বাংলা টিভির জনপ্রিয় কৌতুক বিষয়ক রিয়েলিটি শো ‘মীরাক্কেল’-এ দ্বিতীয় রানারআপ হয়েছেন বাংলাদেশের মো. তৌফিক এলাহী আনছারী উচ্ছ্বাস। রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজের এমবিবিএস-এর এই ছাত্র প্রতিযোগিতায় যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন পশ্চিমবঙ্গের পার্থ সারথীর সঙ্গে।

রবিবার (৩০ মে) প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের দ্বিতীয় এপিসোডে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। এতে চ্যাম্পিয়নের খেতাব পান ডুয়েট পারফরমার শুভজিৎ-শান্তনু। এছাড়া প্রথম রানারআপ বিজয়ী হন সিধু হেস ও রোশনি।

প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে উচ্ছ্বসিত উচ্ছ্বাস বলেন, ‘এবারের প্রতিযোগিতা ও গ্র্যান্ড ফিনালে পর্যন্ত যাওয়াটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ও প্রাপ্তি।’

তিনি আরও জানান, বাবার কাছ থেকেই কৌতুকের প্রতি আগ্রহ জন্মেছে তার। তার বাবা খুবই কৌতুকপ্রিয় মানুষ। মীরাক্কেলে বলা অনেক জোকসই বাবার কাছ থেকে শিখেছেন তিনি। 

উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভ্যাকসিন’ ট্যাগলাইন নিয়ে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’র দশম সিজন শুরু হয়। শোটির সঞ্চালনায় ছিলেন যথারীতি মীর আফসার আলি। পরিচালনা করেন শুভঙ্কর চট্টোপাধ্যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫