
ইয়ামি গৌতম ও আদিত্য ধর।
চলচ্চিত্র নির্মাতা আদিত্য ধরকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম।
শুক্রবার (৪ জুন) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন ঘোষণা দেন ইয়ামি।
তাদের বিয়ের একটি ছবি প্রকাশ করে কবি রুমির উদ্ধৃতি দিয়ে ছবির ক্যাপশনে ইয়ামি লিখেছেন, ‘তোমার আলোতে আমি ভালোবাসতে শিখেছি।’
আরও লেখেন, ‘দুই পরিবারের আশীর্বাদে আমরা আজ গাঁটছড়া বেঁধেছি। এই আনন্দময় অনুষ্ঠানটি আমাদের নিকটবর্তী পরিবারের সঙ্গে উদযাপন করেছি।’
আদিত্যর পরিচালনায় ২০১৯ সালে ইয়ামি উপহার দেন ব্লকবাস্টার ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিটি।