Logo
×

Follow Us

বিনোদন

এন্ড্রু কিশোরের পাশে অনন্ত জলিল

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯, ১৩:০০

এন্ড্রু কিশোরের পাশে অনন্ত জলিল

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত শিল্পী এন্ড্রু কিশোরের পাশে দাঁড়ালেন চিত্রনায়ক অনন্ত জলিল। কিংবদন্তী এই শিল্পীর  চিকিৎসার জন্য ২ লাখ টাকা দিলেন তিনি।

রবিবার সন্ধ্যায় অনন্ত জলিলের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে এই তথ্য জানানো হয়। 

পেইজের এডমিন সেখানে দুটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘অনন্ত ও বর্ষা ২ লক্ষ টাকা এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য দিলেন। এন্ড্রু কিশোরের ছোট ভাই আজ টাকাটি গ্রহণ করেন। উনার সুস্থতাই এ মুহূর্তে একমাত্র কাম্য আমাদের সবার। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবার প্রতি। ব্যয়বহুল এই চিকিৎসা চালাতে গিয়ে পানির দরে টাকা খরচ হচ্ছে। আপনারাও তার এই বিপদের দিনে এগিয়ে আসুন।’

উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন এন্ড্রু কিশোর। এরই মধ্যে তিনটি ধাপে ১২টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। পরবর্তী তিনটি ধাপে তাকে আরো ১২টি কেমোথেরাপি দেওয়া হবে। প্রতিটি কেমোথেরাপির দাম প্রায় ৯ লাখ টাকা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫