নতুন শিল্পীকে ইন্ডাস্ট্রিতে উঠে দাঁড়াতে অনেক স্ট্রাগল করতে হয় : স্বর্ণলতা

মাহমুদ সালেহীন খান
প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ০৯:২৩

স্বর্ণলতা
ছোটপর্দার সম্ভাবনাময়ী অভিনেত্রী স্বর্ণলতা। উপস্থাপনা দিয়ে শুরু। একটানা তিন বছর কথার জাদুতে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে গুণী এই উপস্থাপক। অভিনয়ের প্রতি ভালো লাগা থেকে মাসুদ সেজানের হাত ধরে অভিনয়ের শুরু। সেজানের ধারাবাহিক ‘খেলোয়াড়’ নাটকে প্রথম কাজ করলেন স্বর্ণলতা। এরপর কাজ করেছেন ‘ডুগডুগি’ নাটকে। নাটকগুলোতে বেশ ভালো সাড়া পাওয়ায় তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গত তিন বছরে প্রায় ৬০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন, হয়েছেন দর্শকনন্দিত।
একক, ধারাবাহিক কিংবা টেলিফিল্মের বাইরেও স্বর্ণলতাকে দেখা গিয়েছে অনেক বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতেও। এদিকে আজ জি সিরিজের ব্যানারে অবমুক্ত হয়েছে অভিনেত্রী রোবেনা রেজা জুইয়ের প্রথম গান ‘ তোমায় ঘিরে সব’। স্নেহাশিস ঘোষের কথায় গানের সুর ও সংগীত করেছেন রেজওয়ান শেখ। মোশাররফ করিমের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন বিকাশ সাহা। গান ভিডিওতে মডেল হিসেবে আছেন স্বর্ণলতা।
গান ভিডিওটি প্রসঙ্গে স্বর্ণলতা বলেন, গানটি খুবই চমৎকার। আমি খুবই লাকি যে জুই ভাবির গানে মডেল হয়েছি এবং মোশাররফ করিম ভাইয়ের চিত্রনাট্যে কাজ করতে পেরেছি। এটা আমার জন্য পরম আনন্দের। গানটি সদ্যই অবমুক্ত হয়েছে, আশা করি দর্শকরা বেশ পছন্দ করবে।
এদিকে এই ঈদকে ঘিরে বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি। এরমধ্যে রয়েছে গার্লস স্কোয়াড (ওয়েব সিরিজ), ভাগ্যক্রমে, গার্লফ্রেন্ডের গরু, জবাই, গরুর মাংস ও ফাইস্যা গেছে দুলাভাই।
নাটকগুলো প্রসঙ্গে স্বর্ণলতা বলেন, কাজগুলো থেকে ভালো সাড়া পাচ্ছি। অনেকে মেসেজে প্রশংসা করছেন। এরমধ্যে গার্লস স্কোয়াড নিয়ে অনেক বেশি সাড়া পেয়েছি আমি।
তার অভিনয় ক্যারিয়ার প্রসঙ্গে বলেন, অভিনয় নিয়ে আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, থিয়েটারও করিনি। তারপরও কাজ করতে গিয়ে প্রতিদিনই শিখছি। যেখান থেকে আমার শুরু, মাসুদ সেজান ভাইয়ের সঙ্গে টানা এক বছর কাজ করেছি। উনার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি আমি। সেই শিক্ষাটাকে কাজে লাগিয়েই আজকে এতদূর। আর একজন নতুন শিল্পীকে ইন্ডাস্ট্রিতে উঠে দাঁড়াতে অনেক স্ট্রাগল করতে হয়। সেইসাথে ভাগ্যও সুপ্রসন্ন থাকতে হয়। আমি আমার লক্ষ্যটাকে ঠিক রেখে আমার মতো করে কাজ করে যাচ্ছি।