Logo
×

Follow Us

বিনোদন

মিউজিক ভিডিওর ধারণাটাও ছিল আমার : সোহেল আরমান

Icon

প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ১১:১৮

মিউজিক ভিডিওর ধারণাটাও ছিল আমার : সোহেল আরমান

সোহেল আরমান

সোহেল আরমান। নাট্যাভিনেতা, চলচ্চিত্র ও নাট্য পরিচালক, চিত্রনাট্যকার ও গীতিকবি। দুইযুগের বেশি সময় ধরে দেশের শোবিজের অঙ্গনে তার বিচরণ। তিনি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও লেখক আমজাদ হোসেনের ছোট ছেলে।

সাম্প্রাতিক সময়ের ব্যস্ততা ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন মাহমুদ সালেহীন খানের সঙ্গে। 

সম্প্রতি প্রচারিত আপনার কাজগুলো সম্পর্কে জানতে চাই ?

কুরবানী ঈদে ‘অন্য এক প্রেম’, ‘না হবে না কিছুতেই’ এবং ‘ভালোবাসা প্রমাণিত’ আমার নির্মিত এই তিনটি নাটক ছোটপর্দায় প্রচার হয়। তিনটি নাটক থেকেই দর্শকদের ভালো মন্তব্য পাচ্ছি। তবে ‘অন্য এক প্রেম’  নাটকটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। 

দীর্ঘ সময় ধরে আপনি মিডিয়ায় রয়েছেন। এই সময়ের নাটক নিয়ে দৃষ্টিভঙ্গি কি?

আমি বিভিন্ন ফরমেটের পরিবর্তনগুলো দেখেছি। একটা সময় শুধু বিটিভির জন্য নাটক নির্মাণ হতো। তখন নাটকের গল্প, নির্মাণ ছিল একরকম। আর এখন অনেক চ্যানেল ও অনলাইন প্লাটফর্মের জন্য প্রচুর কাজ হচ্ছে। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে নাট্যকাররা নাটকের গল্প, নির্মাণেও অনেক পরিবর্তন এনেছেন। ভালো গল্পের পাশাপাশি মন্দ গল্পের নাটকও হচ্ছে অনেক। তবে আমি মনে করি ভালো গল্পের নাটক সবসময়ই দর্শকের কাছে সমাদৃত হয়।

ইউটিউবে অনেক সময় সাধারণ মানের গল্পের নাটকও বেশি ভিউ হচ্ছে। বিষয়টা কিভাবে দেখেন? 

ভিউ দিয়ে কখনো নাটকের মান নির্ণয় করা ঠিক হবে না। ভালো মানের নাটকের সঙ্গে দর্শকের ভিউ সবসময় যে ক্যারি করবে বিষয়টা এমন নয়। আমি একটা জিনিস বিশ্বাস করি নাটক যদি ভালো হয় তাহলে ভিউয়ের বাইরেও আলোচনায় আসবে। 

বাংলাদেশে নাটকের দর্শক সংখ্যা বেড়েছে বলে কি আপনার মনে হয়? 

অবশ্যই। ইউটিউবের কল্যাণে এখন শুধু বাংলাদেশেই নয়, বিদেশে বিশেষ করে কলকাতায়ও বাংলাদেশের নাটকের অনেক দর্শক  তৈরি হয়েছে। কলকাতা থেকে এদেশের নাটকের প্রচুর প্রশংসা আসছে। আমরা যারা শিল্পকর্ম করি তারা যদি সবাই সবাইকে সহযোগিতা করি, অন্যের কাজকে মূল্যায়ন করি তাহলে এদেশের নাটক আরও সমৃদ্ধ হবে এবং  দেশ-বিদেশ সুনাম অর্জন করবে।

দর্শক আপনার কাজ কেন দেখছে বলে আপনি মনে করেন?

আমার ২৮ বছরের কাজগুলো যদি দেখেন তাহলে  দেখবেন আমার দেশের সহজ-সরল, পারিবারিক গল্পগুলো তুলে আনার চেষ্টা করেছি। আমি গল্পগুলো কল্পনা করে নির্মাণ করি। তবে যেহেতু আমি বাস্তবের একজন মানুষ তাই আমার কল্পনাতেও বাস্তবের যৌক্তিকতা চলে আসে।এরমধ্যে  কোনোটা হয়তো দর্শকের হৃদয় ছুঁয়ে যাচ্ছে আবার কোনোটা হয়তো সেভাবে দর্শকরা নিচ্ছেন না। আর একটা নাটক দিয়ে সর্ব মহলের দর্শকের মন ভরানো কঠিন। তবে কোনো নাটক যদি  বেশিরভাগ দর্শকের ভালো লাগে তাহলে সেটা নিঃসন্দেহে সফল কাজ। নাটক দেখে দর্শকরা বিভিন্ন মন্তব্য করেন। এক্ষেত্রে আমি দর্শকের গঠনমূলক সমালোচনা খুব ইতিবাচক নেই এবং পরবর্তী কাজে  সেগুলো মাথায় রাখি।

আপনি একজন চলচ্চিত্র ও নাট্য পরিচালক, চিত্রনাট্যকার, গীতিকার এবং অভিনেতা। এগুলোর মধ্যে কোনটিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?

লেখালেখি ও নির্মাণ এই দু’টোতে আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি যখন  যে বিষয়টা নিয়ে কাজ করেছি, তখন সেটাতে দর্শকের বেশ সাড়া পেয়েছি। দর্শকরা আমার কাজগুলো গ্রহণ করেছে। দেশে প্রথম মিউজিক ভিডিওর ধারণাটাও ছিল আমার এবং সেখানেও আমি সফল।   

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫