
ফাইল ছবি
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'পোস্টমাস্টার' অবলম্বনে নির্মিত হয়েছে নতুন একটি নাটক 'যা হারিয়ে যায়'। বরেণ্য নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকীর পরিচালনায় নাটকটির শুটিং শেষ হয়েছে।
সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের বছিলার কলাতলীতে নাটকটির দৃশ্যধারণ হয়েছে। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টিভি নাটকের পরিচিত মুখ আফজাল হোসেন। তাকে রবীন্দ্র বাউল চরিত্রে দেখা যাবে।
অভিনেতা আফজাল বলেন, 'সৈয়দ সালাহউদ্দিন জাকীর সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। তার কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর কাজটি করতে রাজি হয়ে যাই।
তিনি আরো বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম দিককার ছোটগল্পগুলোর অন্যতম পোস্টমাস্টার। এমন গল্পে কাজ করতে পেরে ভালো লেগেছে। দম বন্ধ হওয়া সময়ে এমন উপলক্ষ পেলে খানিকটা নতুন শ্বাসে বুক ভরে নেয়া যায়। এ নাটকে আমার পাশাপাশি অভিনয় করেছেন ফখরুল বাসার মাসুম। তার সাথে দীর্ঘদিন পর অভিনয় করলাম। শুটিংয়ের ফাঁকে সবাই মিলে দারুণ সময় কাটিয়েছি।'
নাটক প্রসঙ্গে পরিচালক বলেন, 'মূল গল্পে রবীন্দ্র বাউল চরিত্রটি নেই। চিত্রনাট্যর প্রয়োজনে রবীন্দ্র বাউল চরিত্রটি যোগ করা হয়েছে। আফজাল এই চরিত্রে দারুণ অভিনয় করেছেন। তাকে একতারা হাতে গান করতে দেখা যাবে। ভিন্নতা আনতে এই প্রচেষ্টা।'
আফজালের পাশাপাশি এই নাটকে পোস্টমাস্টার চরিত্রে অভিনয় করেছেন গাজী নূর, রতন চরিত্রে ঝিলিক জান্নাত। এছাড়া আরো অভিনয় করেছেন- তুষার খান, মাসুম বাশার প্রমুখ।