
কণ্ঠশিল্পী সালমা
প্রযোজনা প্রতিষ্ঠান পপি মাল্টিমিডিয়ার ব্যানারে আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার নতুন একটি গান।
‘তোর মনেতে মন মিশাইয়া’ শিরোনামে গানটিতে সুর করেছেন পলাশ লোহা। গানটি লিখেছেন রাসেল কবির এবং সংগীতায়োজন করেছেন গুণী সংগীত পরিচালক এইচআর লিটন।
গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে পপি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল এবং পেইজ এ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নিদ্রা এক্সপ্রেস। মডেল হিসাবে কাজ করেছেন শুভ, পুতুল এবং শাম্মি।
সালমা বলেন, গানটির সুর চমৎকার। শ্রোতারা পছন্দ করবে আশা করছি।
গানটি নিয়ে পপি মাল্টিমিডিয়ার কর্ণধার রাসেল মাল বলেন, গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আমরা আশাবাদী। আমরা চেষ্টা করছি রুচিসম্মত কাজ করার জন্য। আগামী সপ্তাহে গানটি রিলিজ হবে।