Logo
×

Follow Us

বিনোদন

অর্ণবকে নিয়ে মিউজিক্যাল ফিল্ম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৫

অর্ণবকে নিয়ে মিউজিক্যাল ফিল্ম

সায়ান চৌধুরী অর্ণব

দুই বাংলার দর্শকপ্রিয় সংগীত তারকা সায়ান চৌধুরী অর্ণবের ব্যক্তিগত ও সংগীত জীবন নিয়ে তৈরি হয়েছে মিউজিক্যাল ফিল্ম। নামটাও রাখা হলো তারই জনপ্রিয় গানের রেশ ধরে, ‘আধখানা ভালো ছেলে আধা মাস্তান’। 

ছবিটিতে এই গায়ক ছাড়াও তার স্ত্রী সুনিধি নায়েক অভিনয় করেছেন। থাকছেন অর্ণবের বন্ধু পান্থ কানাই, বুনো, আবরার আতহারসহ অনেকে।

এর মধ্যে ফেসবুকে অবমুক্ত হয়েছে এর পোস্টার। আর এতে কেন্দ্রীয় চরিত্র অর্ণবকেই রাখা হয়েছে। শ্যুটিং শেষ হয়েছে অনেক আগেই।  একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য এই মিউজিক্যাল ফিল্ম তৈরি করেছেন আবরার আতহার। তিনি এর আগে ‘মাইনকার চিপায়’ নামের ওয়েব ফিল্ম তৈরি করে প্রশংসিত হয়েছেন।

অর্ণবের বন্ধুরা ছাড়াও দুটি বিশেষ চরিত্রে থাকছেন বিজ্ঞাপন শিল্পের সঙ্গে জড়িত গাওসুল আজম শাওন ও পিপলু খান। ২৩ সেপ্টেম্বর মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পাবে বলে জানা গেছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫