Logo
×

Follow Us

বিনোদন

সেপ্টেম্বরে সাবরিনার হাতে দুই পুরস্কার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৮

সেপ্টেম্বরে সাবরিনার হাতে দুই পুরস্কার

সাবরিনা বশির

স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে সংগীতে বিশেষ অবদান রাখায় ‘গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড’ পেয়েছেন সাবরিনা বশির। গত ১৮ সেপ্টেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ‘রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন সাবরিনা। সেই হিসেবে এক মাসে দুইটি গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করলেন গুণী এই শিল্পী।

সাবরিনা ২০০৫ সাল থেকে নিয়মিত অ্যালবাম প্রকাশ করে আসছেন। বর্তমান সময়ের জনপ্রিয় এই কণ্ঠশিল্পী রেডিও, টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যম ও স্টেজে নিয়মিত পারফর্ম করে থাকেন।

নিজস্ব ইউটিউব চ্যানেল ‘এসবি এন্টারটেইনমেন্ট’র মাধ্যমে সর্বাধিক গান প্রচার করে থাকেন তিনি। সাবরিনা ইতোমধ্যে ফোক গানেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।

এ বছরটিকে তার জন্য পয়মন্তই বলা যায়। পরপর দুইটি পুরস্কার জিতে গানের জগতে নিজেকে যেন রিয়েল হিরো হিসেবেই প্রতিষ্ঠিত করেছেন সাবরিনা বশির।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫