Logo
×

Follow Us

বিনোদন

সরকারি অনুদানের সিনেমায় দীঘি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৩

সরকারি অনুদানের সিনেমায় দীঘি

প্রার্থনা ফারদীন দীঘি

চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘি যুক্ত হচ্ছেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জোৎস্না’ অবলম্বনে ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত একটি সিনেমায়। সিনেমাটি পরিচালনা করছেন আবদুস সামাদ খোকন।

গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নায়িকা চূড়ান্ত করার তথ্য নিশ্চিত করেন নির্মাতা।

নির্মাতা খোকন বলেন, ‘সবকিছু অনুকূলে থাকলে আগামী ১৪ অক্টোবর থেকে সিনেমাটির শুটিং শুরু করব। পুরো শুট ঢাকায় হবে। এরই মধ্যে দীঘি চূড়ান্ত হয়েছে নায়িকা হিসেবে। তবে তার নায়ক কে হচ্ছে, তা এখনও চূড়ান্ত নয়।’

সম্প্রতি শোনা যাচ্ছিল, শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘মানব দানব’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন দীঘি। যেখানে নায়ক হচ্ছেন কলকাতার বনি সেনগুপ্ত। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি থেকে বাদ পড়েছেন তিনি।

বিষয়টি দীঘির ভক্তদের জন্য একটু মন খারাপের। তবে এক দিনের ব্যবধানে ভক্তদের জন্য ভালো খবর নিয়ে হাজির হয়েছেন তিনি।

এ সিনেমায় দীঘির বাবা অভিনেতা সুব্রত বড়ুয়াসহ আরো অনেকেই অভিনয় করছেন বলে জানান তিনি।

এদিকে দীঘি শ্রাবণ জোৎস্না সিনেমায় কাজ করার কথা নিশ্চিত করে বলেন, ‘ইমদাদুল হক মিলন স্যারের উপন্যাসের গল্পের নায়িকা হচ্ছি এটা অনেক আনন্দের। সে জন্য কাজটি নিয়ে আমি বেশ আগ্রহী।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫