
গৌরী খান
বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদককাণ্ডে গ্রেফতার করার পর এক এক করে পুরনো ঘটনা উঠে আসছে। কখনো জানা যাচ্ছে, আরিয়ানের জন্মের পর শাহরুখ খান রসিকতা করে বলেছিলেন, ‘আমি চাই, আরিয়ান মাদকাসক্ত হোক, শরীরী সম্পর্কে লিপ্ত হোক, প্রেম করুক।’
এরই মধ্যে আরও একটি পুরনো ঘটনার কথা জানা যাচ্ছে। আরিয়ানের মা, গৌরী খানের কাছেও নাকি একবার মাদক পাওয়া গিয়েছিল।

২০১১ সালে জার্মানির বার্লিন বিমানবন্দরে শাহরুখপত্নীর কাছ থেকে গাঁজা পাওয়া গিয়েছে। মাদকসমেত গ্রেফতার করা হয়েছে তাকে। যদিও পরবর্তীকালে এক সাক্ষাৎকারে গৌরী জানিয়েছিলেন, সব অভিযোগ মিথ্যা। এমন কোনও ঘটনা ঘটেনি বলে দাবি তার। একইসঙ্গে মিথ্যা রটনার বিরুদ্ধে প্রতিবাদও জানান।
এদিকে আরিয়ানের জামিন হয়নি। থাকতে হবে এনসিবির হেফাজতেই। এনসিবির আইনজীবীরা দাবি করেন, আরিয়ানের ফোন থেকে প্রামাণ্য নথি পাওয়া গিয়েছে। যে কারণে তদন্তের স্বার্থে তাদের হেফাজতে আরিয়ানকে রাখা প্রয়োজন।

গত শনিবার (২ অক্টোবর) রাতে আটক হয়েছেন আরিয়ান। এনসিবির দফতরে মাদকযোগ নিয়ে ১৬ ঘণ্টা ধরে জেরা করার পর রবিবার (৩ অক্টোবর) বিকেলে আরিয়ান, মুনমুন ধমেচা ও আরবাজ শেঠ মার্চান্টকে গ্রেফতার করা হয়। আদালত জানিয়েছে, আগামী ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে নিজেদের হেফাজতে রাখবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
আরিয়ানকে গতকাল সোমবার (৪ অক্টোবর) বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়ার পরেই তার হয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী সতীশ মানশিণ্ডে।
নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের আওতায় গ্রেফতার হন তিনজন। আরিয়ানের গ্রেফতারি পরোয়ানায় লেখা রয়েছে, ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি ও নগদ ১,৩৩,০০০ রুপি উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে।