Logo
×

Follow Us

বিনোদন

দর্শকের চাপে পালিয়ে বাঁচলেন অপু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১, ১৭:৫০

দর্শকের চাপে পালিয়ে বাঁচলেন অপু

প্রেম প্রীতির বন্ধন সিনেমার শুটিং

পাবনায় শুটিং হচ্ছিল প্রেম প্রীতির বন্ধন সিনেমার। ২৮ সেপ্টেম্বর থেকে সেখানে শুরু হয় দৃশ্যধারণ। পরিচালক সোলায়মান আলী লেবু সেখানে কিছু অ্যাকশন দৃশ্য ও গানের শুটিং করবেন বলে পরিকল্পনা করেছিলেন।

তবে পরিকল্পনা অনুযায়ী এগুতে পারলেন না পরিচালক সোলায়মান আলী। পাবনায় অর্ধেক কাজ না করেই ফিরে আসতে হয়েছে তাদের। কারণ সিনেমার শুটিং হওয়ার কথা শুনে চারিদিক থেকে এত মানুষ ভিড় করেছিল যে, শুটিং চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। বাধ্য হয়ে শুটিং বাদ দিয়ে ঢাকায় ফিরে আসতে হয়েছে তাদের।

সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। আরও আছেন মিশা সওদাগর, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ।

সিনেমার নায়ক জয় চৌধুরী বলেন, ‘মাত্রই ঢাকা ফিরলাম। পাবনায় আর শুটিং করা যাচ্ছিল না। শুটিং স্পটে পুলিশ ছিল, ভলান্টিয়াররা ছিলেন, কিন্তু তারপরও দর্শকদের নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। স্থানীয়রাও প্রভাব খাটাচ্ছিল। নানা রকম সমস্যা। তাই শুটিং বন্ধ করে দিতে হলো।’

এই শুটিং কবে হবে জানতে চাইলে জয় বলেন, ‘পাবনার যে দৃশ্যগুলো পুরোপুরি শেষ হয়েছে, সেগুলো তো হয়েই গেছে, কিন্তু যেগুলো অর্ধেক হয়ে আছে, সেগুলো আবার নতুন করে নতুন কোনো লোকেশনে ধারণ করতে হবে। এ মাসের শেষের দিকে এফডিসিতে শুটিং হবে। তারপর আমরা যেগুলো পাবনাতে করতে পারলাম না সেগুলো করব ঢাকার বাইরে।’

পাবনাতে শুটিং করার বিশেষ কারণ ছিল কি না জানতে চাইলে জয় বলেন, ‘মূলত হার্ডিঞ্জ ব্রিজে শুটিং করতেই ওই দিকে যাওয়া। হার্ডিঞ্জ ব্রিজে শুটিং করার অনুমতি পাওয়া যায় না বহু বছর ধরে। আমাদের পরিচালক চেয়েছিলেন সেখানে দৃশ্যধারণ করার। সঙ্গে আশে পাশে আরও কিছু দৃশ্যের শুটিং করার। সে জন্যই পাবনাতে শুটিং।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫