
সিয়াম আহমেদ
জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘রাস্তা’ নামের নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন দেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। কিন্তু মজার বিষয় হলো, রায়হান রাফির পরিচালনায় এ সিনেমাতে মাত্র এক হাজার এক টাকা পারিশ্রমিক নেবেন সিয়াম। এমন তথ্যই নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়া।
সিয়াম জানান, নায়ক হিসেবে সুযোগ করে দেয়া প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রতি সম্মান জানিয়েই তিনি এ টাকাটা নিচ্ছেন।
সিয়াম বলেন, ‘চলচ্চিত্রটি নিয়ে আমরা ওপেন ডিসকাশন করছিলাম। সাধারণত এটাই আমি করি। তখন বাজেট ও সম্ভাব্য রিটার্ন নিয়ে কথা হচ্ছিল। যখন পারিশ্রমিকের প্রসঙ্গ আসে, আমি জিজ্ঞেস করি, কত দিতে পারলে সুবিধা হয়। মজা করে তারা বলেন, না নিলে তো ভালোই হয়। আমি বলেছি, ওকে ফাইন। যদি কোনো সম্মানী না নিই তাহলে চুক্তিটা হতো না। চুক্তির জন্য কিছু নেয়া উচিত ছিল। তাই এক হাজার এক টাকা। আমার এই সম্মানী ফিল্মের কাজেই লাগবে।’
জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘পোড়ামন-২’ চলচ্চিত্রের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয়েছিল সিয়ামের। এরপর ‘দহন’ করেও প্রশংসিত হন তিনি। বিষয়টি স্মরণ করে এই তারকা বলেন, ‘জাজ মাল্টিমিডিয়াই আমার ক্যারিয়ারের একটা ভালো স্টার্টিং দিয়েছে। আমি অনেক মানুষের কাছে সুজন (পোড়ামন), তুলা (দহন) হয়ে আছি। টাকা-পয়সা তো আসবে-যাবে, কিন্তু সম্পর্কই আসল। তবে যারা ভাবছেন, এরপর থেকে জাজের ছবিতে একই টাকা নেবো, তাদের বলছি, এরপর ঠিকঠাকই টাকা নেবো।’