Logo
×

Follow Us

বিনোদন

স্টেজে ফিরছেন শিল্পীরা

Icon

এন ইসলাম

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০৯:৩৬

স্টেজে ফিরছেন শিল্পীরা

সালমা আক্তার

করোনার কারণে হঠাৎ করে সারাবিশ্ব থমকে যায়। তবে এর মধ্যে অফিসপাড়া থেকে শুরু করে আরও বিভিন্ন প্রতিষ্ঠান স্বল্পপরিসরে চালু হয়; কিন্তু বন্ধ থাকে স্টেজ শো। চলতি বছরের শুরুতে একবার স্টেজ শো চালু হলেও, সেটি বেশি দিন চলেনি।

করোনার দ্বিতীয় ধাপে লকডাউনে আবারও শিল্পীদের ঘরবন্দি হয়ে পড়তে হয়। এই সময়ে অনেক মিউজিশিয়ান ঢাকা ছেড়েছেন। কেউ কেউ অন্য পেশায় যোগ দিয়েছেন। তারকা শিল্পীদের বাইরে অন্যদের খুব সংকটে দিন কাটে। তবে আশারবাণী হলো, আবারও আস্তে আস্তে স্টেজ শো শুরু হচ্ছে। এর মধ্যে স্টেজে ফিরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। পাবনায় একটি শোর মধ্য দিয়ে স্টেজে ফিরেছেন ক্লোজআপ তারকা সালমা। জনপ্রিয় কন্ঠশিল্পী ডলি সায়ন্তনীও প্রায় দুই বছর পর স্টেজে ফিরেছেন বলে জানান। এ ছাড়া ক্লোজআপ তারকা রাশেদ, সাব্বির, ঝিলিকসহ আরও বেশ কয়েকজন শিল্পী স্টেজ শো করেছেন বলে জানান। বলা যায় স্টেজ আবার প্রাণ ফিরে পাচ্ছে। 

এ প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, মঞ্চ একজন শিল্পীর প্রধান জায়গা। শিল্পী প্রাণশক্তি পায় এই জায়গা থেকেই। সত্যি কথা বলতে কি, করোনায় যে অবস্থা হয়েছিল, ভাবতেই পারিনি আবার মঞ্চে ফিরতে পারব। ভীষণ ভালো লাগছে। এই যে ভালো লাগা, ভালোবাসা এটার তুলনা হয় না। 

কনা বলেন, করোনার কারণে সংগীতাঙ্গনের মানুষরাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমার সঙ্গে যারা কাজ করেন অনুষ্ঠানে, তাদের অনেকেই আর্থিক সংকটেও পড়েছেন। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য অনুষ্ঠানের বিকল্প নেই। 

শিল্পী সালমা বলেন, মঞ্চে গান গাওয়ার মধ্য দিয়ে দর্শকের কাছে সহজে আসা যায়। অনেক দিন এটি বন্ধ ছিল। এখন আবার শুরু হওয়াতে ভালো লাগছে। এটি বন্ধ থাকার কারণে আমাদের অনেক মিউজিশিয়ান পেশা ছেড়ে দিয়েছেন। আমি বিশ্বাস করি, এভাবে স্টেজ শো চলতে থাকলে, হয়তো তারা আবার ফিরবেন। 

ক্লোজআপ তারকা রাশেদ বলেন, আসছে নভেম্বর-ডিসেম্বরে হয়তো পুরোদমে স্টেজ শো করার সুযোগ পাব। এখন ইনডোর প্রোগ্রাম করতে হচ্ছে। এর মধ্যে সরকার করোনার ভ্যাকসিনের কাজটি শেষ করবেন। তারপর হয়তো আমাদের আউটডোরের প্রোগ্রামের অনুমতি দেবেন। তবে শিল্পী ও মিউজিশিয়ানদের জন্য স্টেজ শো খুব জরুরি। 

এ দিকে করোনাকালীন এই সময় নিয়ে কথা বলেন, এ প্রজন্মের শিল্পী সাব্বির জামান। তিনি বলেন, সবাই টুকটাক কাজ করার সুযোগ পেয়েছেন; কিন্তু আমাদের সেটি সম্ভব হয়নি। কারণ এ সময়ে কোনো স্টেজ প্রোগ্রাম করা যায়নি। দুই-একটি গান রেকর্ডিং ছাড়া আমাদের অন্য কোনো উপায় ছিল না। মন প্রাণ দিয়ে চাই পুরোদমে স্টেজ শো চালু হোক। তাহলে শিল্পী-মিউজিশিয়ানরা ভালোভাবে বেঁচে থাকার সুযোগ পাবেন । পূজার মধ্যে কিছু শো হয়েছে। আশা করছি, এ ধারা অব্যাহত থাকবে। 

চলতি মাসের ৭ তারিখ বঙ্গবন্ধু স্যাটেলাইটের বছর পূর্তি অনুষ্ঠানে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গেয়েছেন ঝিলিক। ঝিলিক বলেন, স্টেজে গাওয়ার অনুভূতি সব সময় আনন্দের। আমরা শিল্পীরা এ সময়টার জন্য অধির আগ্রহে অপেক্ষা করেছি। যদিও পুরোদমে স্টেজ শো শুরু হয়নি। তারপরও ধীরে ধীরে শুরু হলেই ভালো। কারণ শিল্পী-মিউজিশিয়ানদের আয়ের প্রধান উৎস কিন্তু স্টেজ। অপেক্ষায় আছি, পুরোদমে স্টেজ শো শুরু করার জন্য। 

সংগীত সংশ্লিষ্টদের মতে, করোনায় সব কিছুর মতো ক্ষতির মুখে পড়ে সংগীতাঙ্গন। বিশেষ করে মিউজিশিয়ানদের কথা বলতে হয়। অনেকে ঢাকা ছেড়েছেন। কারণ তারা শোর ওপর নির্ভরশীল ছিলেন। অনেকে পেশাও বদলে ফেলেছেন, এখন নিয়মিত কনসার্টের মধ্য দিয়ে সবাই ফিরবেন; কিন্তু এ ধারা কতদিন থাকবে, সেটিই দেখার বিষয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫