Logo
×

Follow Us

বিনোদন

রজনীকান্ত হাসপাতালে ভর্তি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ১৩:২৭

  রজনীকান্ত হাসপাতালে ভর্তি

রজনীকান্ত

ভারতীয় সুপারস্টার অভিনেতা রজনীকান্ত চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রজনীকান্তকে কাবেবী হাসপাতালে ভর্তি করা হয়। 

অভিনেতার প্রচার সচিব রিয়াজ কে আহমেদ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, নিয়মিতভাবেই অভিনেতার রুটিন শারীরিক পরীক্ষা করানো হয়। সে কারণেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণের জন্য গত কয়েক দিন আগেই দিল্লিতে গিয়েছিলেন রজনীকান্ত। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করেন তিনি।

গুণী এই অভিনেতার ছবি ‘আন্নাথে’ মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর। গত বছরের ডিসেম্বরেও হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল রজনীকে। তার রক্তচাপ কমে গিয়েছিল। সে সময় তিনি শুটিং করছিলেন। যদিও দু’দিন পরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫