Logo
×

Follow Us

বিনোদন

রজনীকান্তের মস্তিষ্কের অপারেশন সফল

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ০৯:৫৭

রজনীকান্তের মস্তিষ্কের অপারেশন সফল

রজনীকান্ত

ভারতীয় সুপারস্টার অভিনেতা রজনীকান্তের মস্তিষ্কে ঠিকমতো রক্ত পৌঁছচ্ছিল না। তাই অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) তার অপারেশন হয়েছে।

জানা গেছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

গত বৃহস্পতিবারই (২৮ অক্টোবর) রজনীকান্তকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল। 

চিকিৎসকরা জানিয়েছেন, অস্থিরতা নিয়ে হাসপাতালে ভর্তি হন দক্ষিণের এ তারকা। 

জানা গেছে, বিশেষজ্ঞদের একটি প্যানেল তার চিকিৎসা করছেন। বিশেষজ্ঞরাই তাকে ক্যারোটিড আর্টারি রিভাসকুলারাইজেশনের পরামর্শ দেন। 

এদিন হাসপাতালের পক্ষ থেকে প্রকাশিত বুলেটিনেও এ কথা লেখা ছিল।

ডা. অরবিন্দন সেলভারাজ স্বাক্ষরিত বুলেটিনে লেখা ছিল, অপারেশন সফল হয়েছে। রজনীকান্ত খানিকটা সুস্থ হয়ে উঠেছেন। শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কিছুদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।

কয়েক দিন আগেই দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণের জন্য দিল্লিতে গিয়েছিলেন রজনীকান্ত। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করেন তিনি।

গুণী এই অভিনেতার ছবি ‘আন্নাথে’ মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর। গত বছরের ডিসেম্বরেও হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল রজনীকে। তার রক্তচাপ কমে গিয়েছিল। সে সময় তিনি শুটিং করছিলেন। যদিও দুইদিন পরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫