গুচির হত্যার ঘটনা নিয়ে লেডি গাগার ‘হাউস অব গুচি’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ১০:১৮

লেডি গাগা
ইতালির ফ্যাশন হাউস ‘গুচি’র উত্তরাধিকারী মাওরিসিয়ো গুচিকে ১৯৯৫ সালে হত্যা করা হয়। তাকে হত্যার দায়ে জেল খাটেন তার স্ত্রী পাট্রিৎসিয়া রেজ্জানি।
গুচির পরিবারের এই ঘটনা নিয়ে নির্মাণ করা হয়েছে ‘হাউস অব গুচি’ সিনেমা। গত মঙ্গলবার ৯ (নভেম্বর) লন্ডনে এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৪ নভেম্বর।

ছবিতে রেজ্জানির ভূমিকায় অভিনয় করেছেন সংগীত তারকা লেডি গাগা। রিডলি স্কটের পরিচালনায় ছবিতে আরও অভিনয় করেছেন জেরেড লেটো, অ্যাডাম ড্রাইভার, অ্যাল প্যাচিনো, সালমা হায়েক ও জেরেমি আয়নস।
গুচির উত্তরাধিকারী মাওরিসিয়ো গুচির সঙ্গে ১৯৭২ সালে রেজ্জানির বিয়ে হয়েছিল। ১৯৯৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এর এক বছর পর মিলানে একজন হিটম্যানের হাতে মাওরিসিয়ো গুচি খুন হন। হত্যার পরিকল্পনার দায়ে রেজ্জানি ১৮ বছর জেল খাটেন। ২০১৬ সালে তিনি মুক্তি পান।
আর এই ঘটনার উপর ভিত্তি করে সিনেমাটি তৈরি হয়েছে। -ডয়চে ভেলে