
কিম কার্দাশিয়ান
মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান আইনজীবী হওয়ার জন্য আইনি বিষয়ের প্রথম বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
সোমবার (১৩ ডিসেম্বর) অভিনেত্রী তার ভেরিফাইড পেজে জানিয়েছেন এই তথ্য। অভিনেত্রী নীল জাম্পস্যুটের কয়েকটি ছবি পোস্ট করে জানিয়েছেন, আমি বার পরীক্ষায় পাস করেছি। আইন স্কুলের যাত্রা আমার জন্য সহজতর ছিলো না।
তিনি জানিয়েছেন, আমি দুই বছরে তিনবার ব্যর্থ হয়েছি এই পরীক্ষায়। কিন্তু আমি প্রতিবারই ফিরে এসেছি এবং আরো কঠোর পড়ালেখা করেছি যতক্ষণ না পর্যন্ত উত্তীর্ণ হয়েছি (তৃতীয়বারের চেষ্টায় আমার ১০৪ ডিগ্রি জ্বর হয়েছিল কিন্তু আমি অজুহাত দিচ্ছি না)।
তিনি আরো জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ায় আমি যেভাবে পড়ালেখা করছি আপনাকে দুটি বার পরীক্ষা দিতে হবে। এটি ছিলো আমার প্রথম পরীক্ষা কিন্তু পাসের হার ছিলো খুবই কম। আমাকে শীর্ষ আইনজীবীদের মাধ্যমে বলা হয়েছিল এটি সম্পন্ন করা অসম্ভব যাত্রা এবং ঐতিহ্যগত আইন স্কুলের পথের থেকেও কঠিন। তারপরও আমার একমাত্র উপায় ছিলো এখানে থাকা এবং লক্ষ্যকে অর্জন করা।