Logo
×

Follow Us

বিনোদন

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হাজিরা দিলেন কঙ্গনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ১৭:৫২

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হাজিরা দিলেন কঙ্গনা

কঙ্গনা রানাউত

শিখদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বলিউডের পরিচিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। এর জেরেই বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মুম্বাইয়ের খার থানায় হাজিরা দিয়েছেন তিনি। এদিন তার বয়ান রেকর্ড করেছে পুলিশ।

গত ২০ নভেম্বর ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী শিখ ধর্মাবলম্বীদের ‘খালিস্তানি সন্ত্রাসবাদী’ বলে আখ্যা দেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি আইন প্রত্যাহার করার পর কঙ্গনা লিখেছিলেন, ‘খালিস্তানি সন্ত্রাসবাদীরা আজ সরকারের হাত মচকে দিল, কিন্তু ভুললে চলবে না, একমাত্র নারী প্রধানমন্ত্রী এদের জুতার নিচে পিষে দিয়েছিল; দেশকে টুকরা হতে দেননি তিনি। তার মৃত্যুর এত বছর পরও তার নামে ভয় পায় এরা (শিখ)। এদের জন্য এমনই গুরু দরকার।’

কঙ্গনার এমন মন্তব্যেই চটেছিলেন শিখ সম্প্রদায়ের মানুষ। এরই জেরে গত ২৩ নভেম্বর মুম্বাইয়ের খার থানায় ২৯৫ (এ) ধারায় কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ করেন অমরজিৎ সিং সাঁধু নামের এক ব্যক্তি।

একই সঙ্গে দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মনজিন্দর সিং সিরসা চিঠি লেখেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালস-পাতিলকে। কঙ্গনার বিরুদ্ধে মামলার দাবি করেন সিরসা।

শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে দায়ের এই এফআইআর খারিজের আর্জি নিয়ে চলতি মাসের শুরুতেই মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কঙ্গনা।

এর পর ২২ ডিসেম্বর থানায় উপস্থিত হয়ে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন কঙ্গনা। অভিনেত্রীর এমন আশ্বাসের পরই হাইকোর্টকে পুলিশ জানিয়েছিল, আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫