সৃজিত মুখার্জী, রাফিয়াত রশিদ মিথিলা ও আয়রা
সৃজিত মুখার্জী করোনা আক্রান্ত হওয়ার পর মেয়ে আয়রাকে নিয়ে আলাদা থাকছেন মা মিথিলা। শনিবার (১ জানুয়ারি) এক টুইটার বার্তায় এই তথ্য জানিয়েছেন সৃজিত।
টুইটে সৃজিত লিখেছেন, কোভিড পরীক্ষা করে জানতে পেরেছি, আমি কোভিডে আক্রান্ত। নিজেকে সবার কাছ থেকে আলাদা রেখেছি।
তিনি লিখেন, গত ৭২ ঘণ্টায় যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের অনুরোধ করবো, নিজের কোভিড টেস্ট করিয়ে নিন।
সৃজিত গণমাধ্যমকে জানান, একই ছাদের নিচে থাকলেও করোনা পজিটিভ হওয়ার পর থেকে পরিবারের সদস্যদের থেকে আলাদা থাকছেন। মিথিলা ও তাঁর মেয়ে আয়রা সংগেই ছিলেন। করোনা পজিটিভ জানার পরই তারা আলাদা থাকছেন।