Logo
×

Follow Us

বিনোদন

‘অ্যাভাটর টু’ আসছে

Icon

রাফিউজ্জামান রাফি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১৩

‘অ্যাভাটর টু’ আসছে

ছবি: সংগৃহীত

জেমস ক্যামেরনের সিনেমা মানেই যেন এক বিশাল কর্মযজ্ঞ, একেবারেই নতুন কিছুর স্বাদ। আর তাই ক্যামরনের সিনেমা আসছে শুনলেই অপেক্ষার প্রহর গুনতে থাকে গোটা পৃথিবী। জেমস ক্যামরনের সিনেমা মানেই সারাপৃথিবীর সিনেমাপ্রেমীদের এক ছাতার নিচে আগমন। তা তিনি তাঁর টাইটানিক সিনেমা দিয়ে প্রমাণ করেছিলেন। এ পৃথিবীর অনেকের নিকট কাঙ্ক্ষিত ছিল এই টাইটানিক সিনেমাটি। তবে একসময় টাইটানিক ঝড় শেষ হলেও ক্যামরনের কারিশমার যে শেষ নেই, তা তিনি দেখান তাঁর পরবর্তী চলচ্চিত্র অ্যাভাটর দিয়ে। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি ছিল এক অদ্ভুত চলচ্চিত্র।

বৈজ্ঞানিক কল্পকাহিনীর ওপর নির্মিত এই চলচ্চিত্রটিতে তিনি শুনিয়েছিলেন- এক ভিন গ্রহবাসীদের সঙ্গে পৃথিবীর মানুষের নিষ্ঠুরতার গল্প। প্যানডোরা নামক সেই গ্রহের বাসিন্দাদের সঙ্গে পৃথিবীর মানুষের দ্বন্দ্ব-সংঘাত ও যুদ্ধ-বিগ্রহে ভরা সে ছবিটি ছিল ভিন্ন এক স্বাদের সিনেমা। মুক্তির পরপর বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল চলচ্চিত্রটি। আর সেই সাফল্যে অনুপ্রাণিত হয়েই হয় তো অস্কারজয়ী পরিচালক জেমস ক্যামেরন ২০১২ সালে ঘোষণা দিয়েছিলেন অ্যাভাটরের সিক্যুয়েল বানানোর। তাও আবার একটি না, দুটি না। পরপর তিনটি সিক্যুয়েলের মুক্তির তারিখও জানিয়ে দিয়েছিল চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠানটি।

কথা ছিল পর্যায়ক্রমে ২০১৪, ১৬ এবং ১৮ সালে মুক্তি পাবে সিনেমাগুলো। এই সিরিজের দ্বিতীয় সিনেমাটির শুটিংও শুরু হয়ে গিয়েছিল। তবে ঘোষণাটি ঘোষণাই রয়ে গিয়েছে। এ যাবৎ অ্যাভাটর সিরিজের আর একটি ছবিও মুক্তি পায়নি। এর কারণ হলো, এই সিরিজের দ্বিতীয় চলচ্চত্রটির গোটা শুটিং হয়েছে পানির নিচে। আর এই পানির নিচে দৃশ্যধারণ করতেই বেঁধেছে যত ঝামেলা। কারণ অস্কারজয়ী পরিচালক ক্যামেরন যে ধরনের চিত্রনাট্য বানাতে চাচ্ছিলেন পানির নিচে, সেভাবে দৃশ্য ধারণ করার প্রযুক্তিগত সাহায্য তিনি পাচ্ছিলেন না। এই প্রযুক্তিগত সমস্যায় ক্যামেরনকে ভুগতে হয়েছে দীর্ঘ ৮ বছর। আর এই দীর্ঘ অপেক্ষার কারণ হিসেবে জেমস ক্যামেরন টাইটানিক সিনেমার ২০ বছর পূর্তি উৎসবে বলেছিলেন- এই পানির নিচে দৃশ্য ধারণই হচ্ছে এই সিনেমার আসল চমক।

মিস্টার ক্যামেরনের মতে এই সিনেমাটিতে যা দেখানো হবে ইতিপূর্বে তা কেউ দেখায়নি। আর সে জন্যই ছিল এই দীর্ঘ অপেক্ষা। তবে অপেক্ষার অবসান শেষে উপযুক্ত প্রযুক্তির সহায়তায় কাজ প্রায় উঠিয়েই নিয়েছিলেন ক্যামেরন। কথা ছিল সিনেমাটি মুক্তি দিবেন ২০২০ সালে; কিন্তু বিপত্তি যেন পিছু ছাড়ছিল না সিনেমাটির। অ্যাভাটর টুর কাজ যখন প্রায় শেষের দিকে ঠিক তখনই গোটা পৃথিবীতে হানা দিল ভয়ংকর করোনাভাইরাস। যার ফলস্বরূপ সারা পৃথিবীতে সব ধরনের শুটিং বন্ধ হয়ে যায়। ফলে ক্যামেরনকেও শুটিং প্যাকআপ করে বসে থাকতে হলো মহামারির প্রস্থানের অপেক্ষায়। তবে করোনা পরিস্থিতি শান্ত হতে না হতেই আবার লেগে পড়েছিলেন ক্যামেরন। এই মুহূর্তে ক্যামেরনের যত ব্যস্ততা চলচ্চিত্রটির কাজ শেষ করা নিয়ে। করেও ফেলেছেন প্রায়। আর সে কারণে ছবিটির মুক্তির তারিখও জানিয়ে দিয়েছেন তিনি। অ্যাভাটরের অপেক্ষায় বসে থাকা সিনেমাপ্রেমীদের আর মাত্র ১১ মাস অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এ বছরেরই ডিসেম্বর মাসের ১৬ তারিখে মুক্তি পাবে অ্যাভাটর সিরিজের বহুল প্রতীক্ষিত দ্বিতীয় চলচ্চিত্র অ্যাভাটার টু।

চলচ্চিত্রটিতে আগের চরিত্রগুলোই রাখা হয়েছে। আর স্যাম ওয়ার্থিংটন, জো সালডানা, স্টিফেন ল্যাং, জিওভান্নি রিবিসি, জোয়েল ডেভিড মুর, দিলীপ রাও, সিসিএইচ পাউন্ডার এবং ম্যাট জেরাল্ডরা আগের মতোই পর্দায় হাজির হবেন নিজ নিজ চরিত্রে। তবে এলিয়েন খ্যাত অভিনেত্রী সিগর্নি ওয়েভার ফিরে এলেও তিনি আগের চরিত্রটি পাননি। তাকে এবার অ্যাভাটরের পর্দায় দেখা যাবে নতুন এক চরিত্রে। তবে ক্যামেরনের চমকের এখানেই শেষ নয়।

অ্যাভাটরের এই সিরিজ মাতাতে পর্দায় আরও হাজির হবেন- কেট উইন্সলেট, ক্লিফ কার্টিস, এডি ফ্যালকো, ব্রেন্ডন কাওয়েল, মিশেল ইয়োহ, জেমাইন ক্লেমেন্ট, ওনা চ্যাপলিন, ভিন ডিজেল এবং সিজে জোন্সের মতো সব মহাতারকারা। তাছাড়া এই সিনেমায় থাকছে ভিএফএক্সের চোখ ধাঁধানো সব কাজ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫