
বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। ছবি : ইনস্টাগ্রাম
বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ২০১৬ সালে বিয়ে হয় করণ সিং গ্রোভারের। তাদের প্রতি দিনের প্রেমমাখা মুহূর্ত থেকে শুরু করে নানা ছবি ইনস্টাগ্রামে ভর্তি। বাঙালি শ্বশুরবাড়ির সঙ্গে দুর্গাপুজোয় মেতে ওঠেন করণ।
এক সুখী পরিবারের চিত্র ফুটে ওঠে অনুরাগীদের চোখের সামনে। কিন্তু তা বলে তাদের প্রেমের শুরুর দিকে এত সহজ ছিল না সব কিছু। বিপাশার পরিবার তাদের মেয়ের সঙ্গে করণের বিয়েতে মত দেননি প্রথমে। দুশ্চিন্তায় ছিলেন তারা। করণের বৈবাহিক ইতিহাসই তার কারণ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিপাশা বলেন, করণের আগের দু’টি বিয়ে সফল নয়। সেই কথা বারবার আমার মা-বাবার মাথায় ঘুরত। তারা ভাবতেন, আমার সঙ্গেও করণের সম্পর্ক টিকবে না।
২০০৮ সালে অভিনত্রী শ্রদ্ধা নিগমকে বিয়ে করেন করণ। ১০ মাস পরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তার পরে জেনিফার উইঙ্গেটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ‘দিল মিল গ্যায়ে’র ডক্টর আরমান। কিন্তু সেই বিয়েও দু’বছর পরে ভেঙে যায়।
শেষে ‘অ্যালোন’ ছবিতে বিপাশার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করণের। সেখানেই আলাপ ‘রেস’-এর নায়িকার সঙ্গে। তারপর প্রেম। ২০১৬ সালে বিয়ে করণ-বিপাশার।
বিপাশার কথায় জানা যায়, তার বাবা হিরক বসু ও মা মমতা বসু বিয়ে দিতে চাননি করণের সঙ্গে। কিন্তু মা-বাবাকে তিনি বুঝিয়েছেন যে প্রেমের সম্পর্কের সঙ্গে বিয়ের কোনও পার্থক্য নেই। বিপাশাও নিজে একাধিক সম্পর্কে জড়িয়েছেন। একইভাবে করণও। পার্থক্য শুধু একটিই। করণ আইনি কাগজে সই করেছেন।
মেয়ের সঙ্গে বহু আলোচনার পরে তারা বিয়েতে মত দেন। আর এখন বিপাশার বাবা ও করণ একে অপরের খুব ভাল বন্ধু। সত্যিই তারা সুখী পরিবারের সংজ্ঞা তৈরি করেছেন।