Logo
×

Follow Us

বিনোদন

মারা গেছেন ঋত্বিক ঘটকের বোন প্রতীতি দেবী

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ১৪:৪৭

মারা গেছেন ঋত্বিক ঘটকের বোন প্রতীতি দেবী

প্রতীতি দেবী।

চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের যমজ বোন প্রতীতি দেবী (৯৫) মারা গেছেন।

রবিবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় তিনি মারা যান। 

প্রতীতি দেবীর মেয়ে আরমা দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন বেশ কিছুদিন থেকে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক ও প্রতীতি দেবী ১৯২৫ সালের ৪ নভেম্বর পুরান ঢাকার ঋষিকেশ দাস রোডে জন্মগ্রহণ করেন। ১৯৪৭-এর বাংলা ভাগের সময় ঋত্বিক, তার বড় ভাই সাহিত্যিক মণীশ ঘটক, মণীশ ঘটকের কন্যা মহাশ্বেতা দেবীসহ গোটা ঘটক পরিবারের অধিকাংশ ব্যক্তি পশ্চিমবঙ্গে চলে যান।

পরে নিজের দেশে ফিরে আসেন প্রতীতি। তার বিয়ে হয় ভাষা সংগ্রামী ও পূর্ব পাকিস্তানের মন্ত্রী ধীরেন্দ্রনাথ দত্তের পুত্র সঞ্জীব দত্তের সঙ্গে। পুত্র রাহুল দত্ত ও কন্যা আরমা দত্তকে নিয়ে বাংলাদেশেই থেকে যান। ‘ঋত্বিককে শেষ ভালোবাসা’ নামে একটি বইও লিখেছিলেন প্রতীতি দেবী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫