Logo
×

Follow Us

বিনোদন

কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি : ঝিলিক

Icon

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ১২:২৮

কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি : ঝিলিক

ঝিলিক। ছবি: সংগৃহীত

করোনার কারণে স্টেজ আয়োজন কমে এলেও, গত দুই মাস ধরে বেশ নিয়মিতই হচ্ছে শো। শিল্পী-মিউজিশিয়ানরা তাই দেশের বিভিন্ন স্থানে সরব সময় পার করছেন স্টেজ নিয়ে। এর মধ্যে কণ্ঠশিল্পী ঝিলিকও ব্যস্ত ছিলেন শো নিয়ে। পাশাপাশি করে গেছেন নিয়মিত গান।

সব মিলিয়ে কি অবস্থা? দিনকাল কেমন কাটছে? ঝিলিক বলেন, ভালো আছি। তবে ব্যস্ততায় কাটছে সময়টা। ব্যস্ততাটা কি নিয়ে? এ গায়িকা বলেন, শো নিয়ে ছিল মূল ব্যস্ততা। বেশ কিছু শো করেছি এ ক’দিনে। সর্বশেষ ৩১ মার্চ ফ্যান্টাসি কিংডমে শো করেছি। দারুণ সাড়া মিলেছিল। তাছাড়া নতুন গান রেকর্ডিংয়েও ব্যস্ততা গেছে।

এখন যেহেতু রমজান মাস চলে এসেছে তাই শো বন্ধ থাকবে। বিপরীতে টিভি অনুষ্ঠান ও গান রেকর্ডিংয়ের পরিমাণটা বাড়বে। সাধারণত রমজান মাস কীভাবে কাটানো হয়? উপলব্ধি কি? ঝিলিক বলেন, এটি আমাদের মুসলমানদের জন্য পবিত্র একটি মাস। ইবাদত করেই সাধারণত সবাই দিনগুলো পার করে। আমার ক্ষেত্রেও বিষয়টা ব্যতিক্রম নয়। রোজা-নামাজ নিয়মিতই পালন করা হয়। সত্যি বলতে এ মাসটি এলেই চারদিকে অন্যরকম আমেজ বিরাজ করে। রোজা চলে গেলে সেই আমেজটা খুব মিস করি। ইবাদতের বাইরে বিভিন্ন টিভি অনুষ্ঠান নিয়ে ব্যস্ততা চলবে মাসজুড়ে। নতুন গানের কি খবর জানতে চাইলে এ গায়িকা বলেন, নতুন গান হচ্ছে।

তবে মোটামুটি সবারই সংখ্যায় কম। আমি এ বছর প্রেমের বাইরেও বিষয়ভিত্তিক কিছু গান গেয়েছি। এ ধরনের গান করার সুযোগ খুব কম থাকে। তবে এবার আমার করা হয়েছে। সাড়াও মিলেছে ভালো। নতুন কয়েকটি গান আগেই করা আছে। রোজার মধ্যে নতুন গান রেকর্ড করব। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। বিয়ের বাদ্য বাজছে কবে? এ গায়িকা হেসে বলেন, এখন আসলে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি। বিয়ে নিয়ে এখনই ভাবছি না। আরও সময় আছে। যখন মনে হবে সঠিক সময় এসেছে, তখনই বিয়ে করব।

গানের ক্ষেত্রে পরিবারের সহযোগিতা কেমন? এ বিষয়ে তার উত্তর ছিল, আমার সহকর্মী কিংবা কাছের মানুষরা সবাই জানেন আমার গানের ক্ষেত্রে পরিবারের কত বড় সাপোর্ট আর উৎসাহ আমি পাই। আমার বাবা নিজেও একজন শিল্পী। বাবা-মা দু’জনের এমন সহযোগিতা না থাকলে, আসলে এ পর্যন্ত আসা সম্ভব হতো না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫