Logo
×

Follow Us

বিনোদন

মেহজাবীনের সাথে প্রেমের গুঞ্জন, উস্কে দিলেন রাজীব

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ১৭:৫৬

মেহজাবীনের সাথে প্রেমের গুঞ্জন, উস্কে দিলেন রাজীব

আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী।

ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জন্মদিন আজ। এদিনে তাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন অনেকেই। তবে একটু ভিন্ন বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা আদনান আল রাজীব।

দীর্ঘদিন ধরেই প্রেমের গুঞ্জন থাকা নায়িকাকে নির্মাতা বলেছেন, ‘চমৎকার হৃদয়ের মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা। কয়েক বছর ধরে তুমি আমার শক্তি ও সাহস হিসেবে পাশে আছো। তুমি আমার জ্বলজ্বলে তারা। সঙ্গে তিনটি ভালোবাসার ইমোজিও দিয়েছেন তিনি। যেন গুঞ্জনকে ফের উস্কে দিলেন তিনি!

এর আগে গত বছরের ডিসেম্বরে সমুদ্রের পাড়ে কোনো এক রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে নির্মাতা আদনান আল রাজীবের বুকে হাত রেখেছিলেন মেহজাবীন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে রাজীব ক্যাপশন জুড়েছিলেন: ‘ভালোই লাগে’। 

এই নির্মাতার সঙ্গে মেহজাবীনের প্রেমের গুঞ্জন নতুন নয়। একসঙ্গে এই জুটি দেশ-বিদেশ সফর করেছেন। শোবিজ পাড়ায় জোর গুঞ্জন-নির্মাতা-অভিনেত্রী জুটির সম্পর্ক প্রেমে থেমে নেই, গড়িয়েছে বিয়েতেও। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা আসবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫