Logo
×

Follow Us

বিনোদন

পঁচাত্তরে বিয়ে করলেন অভিনেতা দীপঙ্কর দে

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ১৩:৪৮

পঁচাত্তরে বিয়ে করলেন অভিনেতা দীপঙ্কর দে

দোলন রায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন দীপঙ্কর দে।

বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে পঁচাত্তর বছর বয়সে বিয়ে করলেন অভিনেত্রী দোলন রায়কে (৪৯)। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় বসেছিল তাদের বিয়ের আসর। ঘরোয়া অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে রেজিস্ট্রি করেন তারা।

বরের বয়স ৭৫ আর কনের ৪৯ হলেও ভালোবাসার কোনো কমতি নেই। ভালোবাসার কাছে বয়স যে তুচ্ছ- তা আরো একবার প্রমাণ করলেন এই জুটি। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শীর্ষ সেনসহ বিশিষ্টজনরা।

সাদা পাঞ্জাবিতে এই বয়সেও দীপঙ্কর যেন তরুণ তুর্কি। অন্যদিকে লাল বেনারসি, মানানসই গহনায় দোলনও অপরূপা। এ সময় তাদের মালাবদলও হয়েছে।

বহু বছর ধরেই লিভ-ইন সম্পর্কে ছিলেন দীপঙ্কর-দোলন। অবশেষে চার হাত এক হলো। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫