Logo
×

Follow Us

বিনোদন

ছোটবেলাতেই যৌন হেনস্তার শিকার হন কঙ্গনা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ১৫:৫৫

ছোটবেলাতেই যৌন হেনস্তার শিকার হন কঙ্গনা

কঙ্গনা রানাউত।

বলিউডের বিতর্কের আরেক নাম কঙ্গনা রানাউত। তবে এবার বিতর্ক নয়, এই অভিনেত্রী জানিয়েছেন নিজের জীবনের এক তিক্ত সত্য কথা।

‘লকআপ’ নামের একটি রিয়্যালিটি শো সঞ্চালনার সময় নিজের অতীত জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

‘কুইন’ খ্যাত কঙ্গনা বলেন, খুব ছোটবেলাতেই যৌন হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী। পাড়ার এক ছেলে তাকে ঘরে ডেকে নিয়ে শারীরিকভাবে হেনস্তা করত।

এই অভিনেত্রী জানান, তাকে সেই ছেলেটি নিজের ঘরে ডেকে নিয়ে যেত। এরপর জামা খুলিয়ে ছোট কঙ্গনার নগ্ন শরীর দেখত। তখন অবশ্য এসবের মর্ম বুঝতেন না কঙ্গনা। তবে ওই ছেলে ছিল বয়ঃসন্ধিকালে। কঙ্গনার মতো আরও অনেক ছোট মেয়ের সঙ্গে এমনটা করত বলে দাবি অভিনেত্রীর।

এসব ঘটনার প্রভাব থেকে যায় মেয়েদের মনে। বড় হওয়ার পর যখন বুঝতে পারে, তখন অপরাধবোধে ভুগতে হয়। কঙ্গনার প্রশ্ন, ‘উল্টো সেইসব শিশুদের অপরাধবোধে ভুগতে হয় কেন? শিশুদের এমন সংকটে কেন ফেলে এই সমাজ?’

এদিকে মুক্তির প্রতীক্ষায় রয়েছে কঙ্গনার নতুন সিনেমা ‘ধাকড়’। এতে দুর্ধর্ষ অ্যাকশন চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি আগামী ২০ মে মুক্তি পাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫