
আমির খান। ছবি: সংগৃহীত
কয়েক মাস বাদে আমির খানের নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে। সম্প্রতি সিনেমাটির একটি গান প্রকাশ পেয়েছে। ‘কাহানি’ শিরোনামের এই গানটি দর্শকরা পছন্দ করেছেন।
‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৯ সালে। করোনার কারণে সিনেমাটি নিয়ে আমিরকে বেশ ঝক্কি পোহাতে হয়েছে। চলচ্চিত্রটিতে আমির খানের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর। ১১ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি।
নিজের অভিনীত সিনেমা একজনকে সবার আগে দেখান তিনি। তারপর তা আমির খানের সন্তানরা দেখার সুযোগ পান। সেই মানুষটি আমির খানের মা জিনাত হুসেন। কখনই এর ব্যত্যয় ঘটে না।
মাকে শুধু দেখানোর জন্যই সিনেমাগুলো দেখান না আমির। মায়ের মতামতও তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আমিরের মা শুধু দর্শকের ভূমিকাই পালন করেন না। সন্তানের একজন প্রধান সমালোচক তিনি। প্রতিটি সিনেমাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। ভালো লাগলে প্রকাশ করেন। না ভালো লাগলে সরাসরি বলেন, ‘কী সব বানিয়েছ? বন্ধ কর। সামনে থেকে নিয়ে যাও এসব।’
আমিরের মা ইতিমধ্যেই নতুন গানটি দেখেছেন। সেইসাথে মুক্তির আগেই ‘লাল সিং চাড্ডা’ দেখে নিয়েছেন। চলচ্চিত্রটি মায়ের কেমন লেগেছে সেটাও বলেছেন তিনি।
আমির সংবাদমাধ্যমে বলেন, ‘সিনেমাটি তার খুব পছন্দ হয়েছে। এতে কোনোরকম কাটাছেঁড়া করতে নিষেধ করেছেন তিনি। কেউ কাটাছেঁড়া করতে বললে শুনতে বারণ করেছেন।’