Logo
×

Follow Us

বিনোদন

ক্ষমা চাইলেন হিরো আলম

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ জুন ২০২২, ২৩:৩৯

ক্ষমা চাইলেন হিরো আলম

হিরো আলমের গাওয়া রবীন্দ্রসংগীতের ভিডিও থেকে নেয়া হিরো আলমের ছবি

সম্প্রতি জনপ্রিয় রবীন্দ্রসংগীত ‘আমারো পরানো যাহা চায়’ বেসুরো কণ্ঠে গেয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন হিরো আলম। সামাজিক মাধ্যম ফেসবুকে গানটি পোস্ট করার পর থেকেই আক্রমণের শিকার হচ্ছেন উদ্ভট নানা কাণ্ডকারখানা করে আলোচনায় থাকা এই কনটেন্ট ক্রিয়েটর। আর নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখে তার মনে এখন উপলব্ধি হয়েছে, এই গানটি গাওয়া অনুচিত হয়েছে তার।

গানটি হিরো আলমের অফিশিয়াল ইউটিউব চ্যানেল নয়, বরং ২ জুন অন্য একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে। আর প্রকাশের পর থেকেই গানটি নিয়ে শুরু হয়েছে ট্রল।

পুরো গানটি প্রকাশের আগে ৩০ মে একটি টিজার ভিডিও প্রকাশ পায়। সেখানে ‘আমারো পরানো যাহা চায়’ এবং মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানের অংশবিশেষ রয়েছে।

সেই ভিডিওতে হিরো আলমের কিছু কথা রয়েছে। সেখানে হিরো আলম জানিয়েছেন, বিশ্বকবিকে তিনি ভালোবাসেন। কবিগুরুর প্রতি শ্রদ্ধা রেখেই হিরো আলম গানটি গেয়েছেন এবং ভুলত্রুটি হলে ক্ষমা করে দেয়ার অনুরোধ করেছেন।

পুরো গানটি প্রকাশের পর অনেকেই ট্রল করছেন বলে জানান হিরো আলম। তিনি বলেন, ‘প্রকাশের পর আমি বুঝতে পেরেছি যে গানটি করা আমার ঠিক হয়নি। আমি ক্ষমা চাইছি।’

এমন উপলব্ধি হওয়ার কারণ জানতে চাইলে হিরো আলম বলেন, ‘আমার মনে হয়েছে গানটি আমার গলায় যায় না। আমি অনেক গানই গেয়েছি, সেসব প্রকাশ করার মাধ্যমে আমি বুঝতে চেয়েছি কোনগুলো শ্রোতারা পছন্দ করেন, কোনগুলো করেন না। তো আমার মনে হয়েছে কবিগুরুর গান শ্রোতারা আমার গলায় পছন্দ করছেন না।’

হিরো এও জানান, আমারো পরানো যাহা চায় গানটি তিনি তার চ্যানেল থেকে করেননি। অন্য একটি ইউটিউব চ্যানেলের জন্য করেছেন। গানটি পাবলিক থাকবে না।

তার কণ্ঠে রবীন্দ্রসংগীত শোনার পর ফেসবুকেই বহুজন প্রশ্ন রাখছেন, তিনি বাঙালির আরেক জনপ্রিয় কবি নজরুল ইসলামের বা লালনের গান নিয়ে আসছেন কি না।

উত্তরে তিনি জানান, নজরুলসংগীত বা লালনগীতি করার কোনো পরিকল্পনাও তার নেই। বলেছেন, ‘গুণী মানুষদের অপমান করতে চাই না।’

‘আমারো পরানো যাহা চায়’ গানের হিরো আলম ভার্সনের মিউজিক ভিডিও রয়েছে। সেখানে কিছু দৃশ্যে তাকে গিটার হাতে গানটি গাইতে দেখা যায়। হিরো আলমের গাওয়া গানের কিছু লাইন ও শব্দের সাথে মূল গানের লাইন ও শব্দের মিল পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫