Logo
×

Follow Us

বিনোদন

স্ট্রোক করে হাসপাতালে ভর্তি দোলন রায়

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ জুন ২০২২, ১৭:৫১

স্ট্রোক করে হাসপাতালে ভর্তি দোলন রায়

কলকাতার অভিনেত্রী দোলন রায়। ছবি- সংগৃহীত

শুটিং থেকে ফিরে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার অভিনেত্রী দোলন রায়।

গতকাল শুক্রবার (৩ জুন) হাসপাতাল থেকে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই অসুস্থতার কথা জানান।

এর আগে গত বৃহস্পতিবার শুটিং থেকে ফিরেই হিট স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়।

তিনি জানান, শ্যুটিং থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়ি। আশা করছি সবার শুভেচ্ছায় খুব দ্রুত কাজে ফিরব।

এছাড়া তিনি তার ফেসবুক প্রোফাইল থেকে কয়েকটি ছবিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালে পোশাকে বেডে শুয়ে আছেন অভিনেত্রী। 

সম্প্রতি টুম্পা অটোওয়ালি ধারাবাহিকের শুটিং করছিলেন তিনি। রিয়েল লাইফ স্টোরি থেকেই তৈরি এই ধারবাহিকের চিত্রনাট্য। রবীন্দ্র সরোবর থেকে তারাতলা রুটের অটোচালক তন্দ্রা সাঁধুখার জীবন নিয়ে তৈরি এই ধারাবাহিক। এই সিরিয়ালেরই শুট করছিলেন দোলন রায়। গত বৃহস্পতিবার চলছিল এই ধারাবাহিকের আউটডোর শুটিং। সেখানেই রোদে অসুস্থ হয়ে পড়েন দোলন রায়। সূত্র : আনন্দবাজার

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫