
পরিচালক শিল্পী চক্রবর্তী। ফাইল ছবি
ঢাকাই সিনেমার প্রবীণ চলচ্চিত্র পরিচালক শিল্পী চক্রবর্তী স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার (২১ জুন) গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে সুমিত চক্রবর্তী। এর আগে গত রবিবার বেলা ১১টায় তিনি স্ট্রোক করেন।
সুমিত চক্রবর্তী বলেন, ‘বাবা বর্তমানে রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। এখন বেশ ভালো আছেন। তবে তার ডান পাশটা দুর্বল হয়ে পড়েছে। ঠিকমতো কথাবার্তা বলতে পারছেন না। চিকিৎসকরা পর্যবেক্ষণে রাখছেন। কিছু টেস্ট দিয়েছেন।’
শিল্পী চক্রবর্তীর অসুস্থতার খবর শুনে তাকে দেখতে ছুটে গেছেন চলচ্চিত্র সম্পাদক আবু মুসা দেবু ও মুস্তাফিজুর রহমান মানিক।
৬৯ বছর বয়সী শিল্পী চক্রবর্তী দুই ছেলের জনক এবং সংগীত পরিচালক ইমন সাহা ও দেবাশিষ বিশ্বাসের মামা।
‘বিনি সুতার মালা’, ‘উজান ভাটি’, ‘আমার আদালত’, ‘তোমার জন্য পাগল’, ‘সবার অজান্তে’, ‘চরমপত্র’, ‘মীমাংসা’ তার নির্মিত সিনেমা। তিনি প্রয়াত আজিজুর রহমানের সহকারী হিসেবে ক্যারিয়ার সূচনা করেন। পরে সিবি জামানের সহকারী হিসেবেও কাজ করেন তিনি।