
ছবির বাঁ দিক থেকে, সাদিয়া রহমান আয়েশা, ওমর সানী ও ফারদীন এহসান স্বাধীন। ছবি: সংগৃহীত
দেশের বিনোদন অঙ্গনে চিত্রনায়ক ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমী দম্পতির সম্পর্ক নিয়ে নানা কথা উঠেছিলো। তাদের সংসারে আরেক চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে শুরু হয়েছিলো অশান্তি। তবে পরিবারে শান্তি ফিরেছে ওমর সানী ও মৌসুমী দম্পতির ঘরে। দুই সন্তান ও ছেলের বউকে নিয়ে বেশ সুখেই দিন কাটছে বলে জানিয়েছেন ওমর সানী।
এদিকে আজ মঙ্গলবার (২৮ জুন) পুত্রবধূ সাদিয়া রহমান আয়েশার জন্মদিন। পারিবারিকভাবে ওমর সানীতে এখন বেশ খোশ মেজাজে আছেন তা পুত্রবধূকে জন্মদিনের শুভ কামান জানানো স্ট্যাটাস দেখলেই বোঝা যায়। জন্মদিনে পুত্রবধূকে ভালোবাসায় ভাসিয়েছেন, পরামর্শ দিয়েছেন ধর্মে মন দিতে।

ফেসবুক স্ট্যাটাসে ওমর সানি লিখেছেন, ‘আয়েশা আমার বউমা, আমার আরেকটা বাচ্চা। আলহামদুলিল্লাহ তোমার মতো একটি মেয়েকে আমার ছেলের বউ হিসেবে পেয়েছি। মা, আজকে তোমার জন্মদিন। আমার চাওয়া আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, স্বামীকে পড়াবা। আমাদের সংসার আগলে রাখবে, শত প্রতিকূলতার মাঝে আমার মায়ের ভূমিকায় অবতীর্ণ হবা।’

ওমর সানী-মৌসুমী দম্পতির ছেলে ফারদীন এহসান স্বাধীন গেল বছরের ২৬ মার্চ ঘর বাঁধেন কানাডা প্রবাসী কুমিল্লার মেয়ে সাদিয়া রহমান আয়েশার সাথে।