
চিত্রনায়িকা শাবনূর। ছবি: ফেসবুক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিয়ে নানা সময়ই বিড়ম্বনার শিকার হয়েছেন চিত্রনায়িকা শাবনূর। এবারের বিড়ম্বনার বিষয়টি সত্যিই ভয়াবহ। সম্প্রতি তার নামে ফেসবুক আইডি খুলে বন্যার্তদের সাহায্যের জন্য টাকা তুলে একটি চক্র প্রতারণা করছে বলে টের পেয়েছেন শাবনূর।
প্রতারণার বিষয়টি টের পাওয়ার সাথে সাথেই সবাইকে সর্তক করে ফেসবুকে পোস্ট করেছেন এই অভিনেত্রী।

শাবনূর দীর্ঘদিন ধরে পরিবারের সাথে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন।
এই চিত্রনায়িকা নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘আমার নাম এবং ছবি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি ফেসবুকে আইডি খুলে মানুষের কাছে ত্রাণের নামে টাকা চাচ্ছে! আপনারা সবাই এমন প্রতারক হতে সাবধান থাকবেন! আমি এর আগেও বহুবার বিভিন্ন জায়গায় বলেছি যে আপনারা আমার নামে ফেইক আইডি খুলে এভাবে মানুষের সাথে প্রতারণা করবেন না, যাতে করে আমার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়।’

তিনি আরো লিখেছেন, ‘আমি কখনোই চাই না, আমার কারণে কারও ক্ষতি হোক! কিন্তু আমি বারবার নিষেধ করার পরেও যারা প্রতিনিয়ত এভাবে আমার নামে ফেইক আইডি খুলে মানুষকে ঠকিয়ে যাচ্ছেন, আমি তাদের নামে আইনের আশ্রয় নিতে বাধ্য হবো! আপনারা সবাই এমন অসৎ ব্যক্তি হতে সাবধান থাকবেন।’

জনপ্রিয় এ অভিনেত্রী আরো লিখেছেন, ‘ভক্তদের কারণেই আজ আমি শাবনূর। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকব। আপনাদের ভালোবাসার তীব্রতা আমাকে আজও আলোচনায় রেখেছে। আমি সবার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু এই ভালোবাসার ঘরে যেন ঘুণপোকা আক্রমণ না করে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’