Logo
×

Follow Us

বিনোদন

হঠাৎ করেই পরীমণিকে উপহার দিলেন তিশা

Icon

প্রকাশ: ০৭ জুলাই ২০২২, ২২:২৮

হঠাৎ করেই পরীমণিকে উপহার দিলেন তিশা

তিশা ও পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় ও প্রতিবাদী চিত্রনায়িকা পরীমণি। শুটিং থেকে এখন অনেকটাই দূরে তিনি। বর্তমানে অনাগত সন্তানের অপেক্ষায় আছেন এই নায়িকা। তাই একান্ত সময় কাটাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আসছে অক্টোবরে রাজ-পরীর ঘর আলোকিত করে আসবে তাদের প্রথম সন্তান।

এদিকে ঈদুল আযহা উপলক্ষে প্রিয় মানুষদের অনেকেই উপহার দিয়ে থাকেন। তারকারাও এর বাইরে নয়। ঈদ উপলক্ষে একে অপরকে উপহার দিয়ে থাকেন।

এমনটাই ঘটালেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার কাছ থেকে এবার কোরবানির ঈদের শুভেচ্ছা উপহার পেলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি।

বৃহস্পতিবার (৭ জুলাই) তিশার কাছ থেকে ঈদ উপহার পাওয়ার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন পরীমণি। সেই ছবির ক্যাপশনে পরী তিশাকে ট্যাগ করে ভালোবাসা প্রকাশ করেন। এবং সেইসাথে তিশাকে ধন্যবাদও জানান তিনি।

২০২১ সালের অক্টোবরে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন এই নায়িকা। চলতি বছরের ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তিনি। বর্তমানে অনাগত সন্তানের অপেক্ষায় আছেন পরীমণি।

প্রসঙ্গত, বর্তমানে পরীমনি অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ, আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, অরণ্য আনোয়ারের ‘মা, শফিক হাসানের ‘বাহাদুরিসহ চারটি সিনেমা। এ ছাড়াও নির্মাণাধীন রয়েছে ‘প্রীতিলতা ও ‘বায়োপিক সিনেমাগুলো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫