শাহরুখ থেকে ক্যাটরিনা, ব্যক্তিগত অনুষ্ঠানে নাচতে কে কত নেন?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২২, ১৭:২৩

আপনার ব্যক্তিগত অনুষ্ঠানের উপহার হতেই পারে হৃতিকের নাচ | ছবি: সংগৃহীত
ধনাঢ্য ব্যক্তিরা নিজেদের অনুষ্ঠানকে আরও জাঁকজমকপূর্ণ করে তুলতে বলিউডের বিভিন্ন তারকাদের নিয়ে আসেন, তারা নেচেগেয়ে আমোদিত করেন অতিথিদের। তাঁরা নাচেন, নাচানও উপস্থিত সকলকে।
বিয়ে বা ব্যক্তিগত কোনো অনুষ্ঠানে বলিউড তারকাদের আমন্ত্রণ হরহামেশাই দেখা যায়। ভারতসহ বিভিন্ন দেশের ধনাঢ্য ব্যক্তিরা নিজেদের অনুষ্ঠানকে আরও জাঁকজমকপূর্ণ করে তুলতে এসব তারকাদের নিয়ে আসেন, তারা নেচেগেয়ে আমোদিত করেন অতিথিদের। কিন্তু এর বিনিময়মূল্যও কিন্তু খুব চড়া। এসব অনুষ্ঠানে একদিন নয়, এক ঘন্টাও নয়; কখনো কখনো মিনিট পাঁচেকের পারফরমেন্সের জন্যই কোটি কোটি টাকা নিয়ে পারিশ্রমিক গুণতে হয়ে আয়োজকদের। এমনকি বলিউড তারকারা অনুষ্ঠানে পা রাখলেই নেন বিরাট অঙ্কের পারিশ্রমিক।
কিন্তু এর বিনিময়ে বলিউড তারকারা কি পরিমাণ পারিশ্রমিক নিয়ে থাকেন তা শুনলে হয়তো শুনলে আঁতকে উঠবেন! জেনে নিন, কে কত টাকা নেন?
শাহরুখ খান
বিয়ে, জন্মদিনের পার্টি হোক বা যে কোনও ব্যক্তিগত অনুষ্ঠান, নাচের জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক নেন কিং খান। এমনটাই খবর বলিপাড়ায়।
ক্যাটরিনা কইফ
‘টাইগার জিন্দা হ্যায় ৩’-র অভিনেত্রীকে বিয়ে বা জন্মদিনের পার্টিতে প্রায়ই দেখা যায়। তবে অনুষ্ঠানে পা রাখার আগেই তিনি ৩.৫ কোটি টাকা দাবি করেন বলে শোনা যায়।
হৃতিক রোশন
জন্মদিনের সেরা উপহার হতে পারে বলিউডের ‘গ্রিক গড’ হৃতিকের নাচ। তবে বিয়ে, জন্মদিনের পার্টি বা যে কোনও ব্যক্তিগত অনুষ্ঠানে নাচতে প্রায় ২.৫ কোটি টাকা টাকা নেন ‘কহো না প্যায়ার হ্যায়’-এর নায়ক।
সালমান খান
বিয়ে, জন্মদিনের পার্টি বা যে কোনও ব্যক্তিগত অনুষ্ঠানে নাচের জন্য প্রায় ২ কোটি টাকা নিয়ে থাকেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান।
দীপিকা পাড়ুকোন
দীপিকাকে খুব বেশি ব্যক্তিগত অনুষ্ঠানে দেখা যায় না। যদিও বা বিশেষ অনুরোধে যান, তাঁর পারিশ্রমিক ১ কোটি টাকা।
রণবীর সিংহ
যে কোনও অনুষ্ঠানে সবচেয়ে বেশি নাচতে দেখা যায় তাঁকেই। ‘গাল্লি বয়’ নাচতে ভালবাসেন। জন্মদিনের পার্টিতে স্বচ্ছন্দে দেখা যেতে পারে তাঁকে। তবে তার জন্য গুনতে হবে ১ কোটি টাকা।
অক্ষয় কুমার
ইভেন্টে পারফরমেন্সের জন্য খিলাড়ি অক্ষয় কুমার নেন আড়াই কোটি রূপী।