
পরিচালক জগন শক্তি ও অক্ষয় কুমার।
মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায়, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ‘মিশন মঙ্গল’ সিনেমার পরিচালক জগন শক্তি। তার পরিস্থিতি বেশ সংকটাপন্ন বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার (২৫ জানুয়ারি) বন্ধুদের সাথে আড্ডা দেয়ার সময় জগন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন জগন। তবে তার সংকট এখনও কাটেনি। এখনও তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
তবে একটি সূত্রের বরাত দিয়ে বার্তসংস্থা পিটিআই জানিয়েছে, জগনের অবস্থা উন্নতির দিকে।
গত বছর ১৫ আগস্ট মুক্তি পায় জগন শক্তির পরিচালিত প্রথম সিনেমা ‘মিশন মঙ্গল’। বক্স অফিসে দারুন সাফল্য পায় সিনেমাটি। এ পর্যন্ত ভারতের স্বাধীনতা দিবসে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ‘মিশন মঙ্গল’ সবচেয়ে বেশি আয় করে।