Logo
×

Follow Us

বিনোদন

পাসপোর্ট ফেরত পাচ্ছেন শাহরুখপুত্র

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ১৯:৫৩

পাসপোর্ট ফেরত পাচ্ছেন শাহরুখপুত্র

আরিয়ান খান। ছবি- সংগৃহীত

মাদককাণ্ডে তোলপাড় শাহরুখপুত্র আরিয়ান খানের জীবন। কারাগারে দিন পাড়ের পর মুক্তির শর্ত হিসেবে আদালতের কাছে জমা ছিল তার পাসপোর্ট।

সম্প্রতি মাদককাণ্ড থেকে খালাস পান এই তারকা পুত্র। এবার মুম্বাইয়ের একটি বিশেষ আদালত বুধবার (১৩ জুলাই) আরিয়ান খানের পাসপোর্টটিও ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত বছরের অক্টোবরে ‘‘ড্রাগস-অন-ক্রুজ’’ মামলায় ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) শাহরুখপুত্র আরিয়ান খানকে আটক করে। পরে জামিনের সময় তার পাসপোর্টটি জব্দ করে আদালত।

চলতি বছরের মে মাসে দাখিল করা চার্জশিটে তদন্ত সংস্থা তাকে আসামি হিসাবে নাম দেয়নি।

এনসিবি পর্যাপ্ত প্রমাণের অভাবে আরিয়ান খান ও অন্য পাঁচজনকে ছেড়ে দেয়।

মুম্বাই উপকূলে একটি ক্রুজ জাহাজে অভিযান চালিয়ে ২৪ বছর বয়সী এই তারকা পুত্রকে গত বছরের ৩ অক্টোবর এনসিবি গ্রেপ্তার করেছিল।

মুম্বাই হাইকোর্ট থেকে জামিন পাওয়ার আগে আরিয়ান খান ২০ দিনের বেশি কারাগারে কাটিয়েছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫