Logo
×

Follow Us

বিনোদন

আজীবন সম্মাননা পাচ্ছেন দুই কণ্ঠশিল্পী

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ১১:১৩

আজীবন সম্মাননা পাচ্ছেন দুই কণ্ঠশিল্পী

ফকির আলমগীর ও রফিকুল আলম।

বাংলা গানে অসাধারণ অবদানের জন্য এবছর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা পাচ্ছেন দেশের অন্যতম দুই কণ্ঠশিল্পী রফিকুল আলম ও ফকির আলমগীর।

আয়োজক প্রতিষ্ঠান চ্যানেল আই বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ সংগীত জীবনে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ায় এই সম্মান পাচ্ছেন তারা।

আজ (৩১ জানুয়ারি) সিলেটের হবিগঞ্জের দ্য প্যালেসে এই পুরস্কার বিতরণীর আয়োজন হবে।

আয়োজক প্রতিষ্ঠান জানায়, এরইমধ্যে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের মঞ্চসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন অঙ্গনের তারকারা প্যালেসের উদ্দেশে ২৯ জানুয়ারি ঢাকা ছেড়ে যাচ্ছেন।

এই আয়োজনে শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীত, শ্রেষ্ঠ নজরুলসংগীত, শ্রেষ্ঠ লোকসংগীত, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ কাভার ডিজাইন, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত কণ্ঠ ও শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত যন্ত্র- মোট ১৪টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার প্রদান করা হবে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫