
ক্যামেরন ডিয়াজ। ছবি: সংগৃহীত
মাত্র ২১ বছর বয়সে কী দুর্দান্ত শুরুটাই না হয়েছিল তার। তবে শুটিংয়ের ছকবাঁধা জীবনে হাঁপিয়ে উঠেছিলেন তিনি, জীবনে ছন্দ ও শান্তি খুঁজে পেতে আট বছর আগে সিনেমা থেকে অবসর নিয়েছিলেন হলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ।
এবার সেই অবসর ভেঙে অভিনয়ে ফিরছেন নেটফিল্মের প্রযোজনায় ‘ব্যাক ইন অ্যাকশন’ নামে এক ছবি দিয়ে ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী। এতে ডিয়াজের বিপরীতে কাজ করবেন হলিউড অভিনেতা জেমি ফক্স। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ডিয়াজের শেষ সিনেমা ‘অ্যানি’র সহশিল্পীও ছিলেন ফক্স।
‘দ্য মাস্ক’ ‘ভ্যানিলা স্কাই’, ‘চার্লিজ অ্যাঞ্জেলেস’, ‘নাইট অ্যান্ড ডে’র মতো ব্যবসাসফল ছবিতেও দেখা যায় ডিয়াজকে। ‘দেয়ারস সামথিং অ্যাবাউট ম্যারি’ সিনেমার জন্য প্রথমবার গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেয়েছিলেন তিনি। সেই অভিনেত্রী তুমুল ব্যস্ততার মাঝে অ্যানি ছবিটি মুক্তির পর অভিনয় থেকে দূরে সরে যান। তবে সিনেমায় ফেরার জন্য মুখিয়ে থাকার কথা জানিয়েছেন নব্বইয়ের দশকে হলিউডের অন্যতম ‘যৌন আবেদনময়ী’ অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়া ডিয়াজ।
ছবিটি মুক্তির তারিখ এখনো ঘোষণা করেনি নেটফ্লিক্স। তবে টুইটারে জেমি ফক্স জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে ছবিটির শুটিং শুরু হবে। ডিয়াজের অভিনয়ে ফেরার খবরও প্রথম জানান জেমি। অভিনেত্রীর সঙ্গে তার আলাপচারিতার অডিও রেকর্ড টুইটারে পোস্ট করেন। যেখানে ফেরার ঘোষণা দেওয়ার আগে ভীষণ নার্ভাস ডিয়াজ বলেন, ‘আমি জানি না এটা কীভাবে জানাব।’
২০১৮ সালে এক সাক্ষাৎকারে ডিয়াজ অবসর নেওয়ার কারণ হিসেবে বলেছিলেন, ব্যস্ততার মাঝে নিজের জন্য সময় বের করতে পারছিলেন না তিনি। নিজেকে সময় দিতে অভিনয় থেকে বিদায় নিয়েছিলেন তিনি। অবসরকালে জীবনে ‘শান্তি’ খুঁজে পেয়েছেন বলে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন ডিয়াজ।
গত বছরের শেষের দিকেও এক সাক্ষাৎকারে অভিনয়ে ফেরা প্রসঙ্গে ডিয়াজ বলেছিলেন, ‘একজন মা হিসেবে ১৬ ঘণ্টা কাজ করার কথা কল্পনাই করতে পারি না।’
তবে আপাতত না থাকলেও ভবিষ্যতে কখনো না কখনো অভিনয়ে ফেরার সম্ভাবনা একেবারে নাকচ করে দেননি এ অভিনেত্রী। সেদিন দ্রুতই এলো।- বিবিসি