Logo
×

Follow Us

বিনোদন

ঢাকায় এসে যা করলেন শিল্পা শেঠি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ১৪:২২

ঢাকায় এসে যা করলেন শিল্পা শেঠি

শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি গতকাল শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় ঢাকায় আসেন। মিরর ম্যাগাজিন ম্যাক্স শপার্স প্রেজেন্স আয়োজিত বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতেই এ অভিনেত্রীর আগমন।

ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে গতকাল বিকেল ৬টার দিকে ঢাকায় আসেন শিল্পা। রাজধানীর হোটেল শেরাটনে রাত ৮ টার দিকে শুরু হওয়া অনুষ্ঠানে ২৫-৩০ জন সেরা লিডারের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন তিনি। তার পাশাপাশি অনুষ্ঠানে পারফর্মও করেন। তিনি মঞ্চে ওঠেন গতকাল রাত ৯টায়। শুরুতেই তিনি বাংলাতে দর্শকদের জিজ্ঞেস করেন, ‘কেমন আছেন সবাই’। 

শিল্পা শেঠি। ছবি: এনডিটিভি

সে সময় তিনি জানান, ওই একটি লাইন ছাড়া আর বাংলাতে কিছুই বলতে পারেন না তিনি।

শিল্পা শেঠি। ছবি: এনডিটিভি

এর আগে পাঁচ বছর আগে ২০১৬ সালে ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি। সে সময় ‘প্যাশন ফর ফ্যাশন’ নামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন তিনি। 

গত শুক্রবার (২৯ জুলাই) এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রধান অতিথি হয়ে আসছি ঢাকায়। উদগ্রীব হয়ে আছি এই সফরের জন্য। কারণ, ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত আছেন।

শিল্পা শেঠি। ছবি: এনডিটিভি

শিল্পার পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীরা এই আয়োজনে উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫