Logo
×

Follow Us

বিনোদন

৬৪ বসন্ত পেরিয়ে পপ সম্রাজ্ঞী ম্যাডোনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৮

৬৪ বসন্ত পেরিয়ে পপ সম্রাজ্ঞী ম্যাডোনা

পপ সম্রাজ্ঞী ম্যাডোনা। ছবি: সংগৃহীত

ভক্তরা তাকে ডাকেন পপ সংগীতের রানি বলে। অসাধারণ গায়কী দিয়ে জয় করেছেন অগণিত ভক্তের হৃদয়। তবে শুধু সংগীত নয়, মাঝেমধ্যেই শিরোনাম দখল করে নেন ৬৪ বছর বয়সী মার্কিন সংগীতশিল্পী ম্যাডোনা। তার নামের সঙ্গেই জড়িয়ে আছে বিতর্ক, যৌনতা, বাণিজ্য, ফ্যাশনসহ আরও অনেক কিছু। তাকে নিয়ে পড়াশোনার জন্য ‘ম্যাডোনা স্টাডিজ’ নামে রয়েছে একটি সাব-ডিসিপ্লিন। সর্বাধিক বিক্রি হওয়া অ্যালবামের জন্য তার নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। 

গত ১৬ আগস্ট ছিল গায়িকা, গীতিকার, ফ্যাশন আইকন ও অভিনয়শিল্পী ম্যাডোনার ৬৪তম জন্মদিন। ১৯৫৮ সালে যুক্তরাষ্ট্রের মিশিগানের বে সিটিতে ক্যাথলিক পরিবারে জন্ম তার। ছয় ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। ছোটবেলা থেকে ম্যাডোনা ভালো ছাত্রী হিসেবে পরিচিত ছিলেন; কিন্তু তার চলাফেরা ছিল বেপরোয়া। তার বাবা তাকে শাস্ত্রীয় পিয়ানো শেখাতে চেয়েছিলেন, আর তিনি ব্যালে নাচ শিখতে আগ্রহী ছিলেন।

ম্যাডোনার সংগীত ক্যারিয়ারের শুরু ১৯৭৯ সালে। সংগীতশিল্পী প্রেমিক ড্যান গিলরয়ের সঙ্গে ম্যাডোনা তাদের প্রথম ব্যান্ড ‘ব্রেকফাস্ট ক্লাব’ গঠন করেন। ম্যাডোনা গান গাওয়ার পাশাপাশি ড্রামস ও গিটার বাজাতেন। ১৯৮২ সালে মুক্তি পায় ম্যাডোনার প্রথম সিঙ্গল ‘এভরিডে’। ৮৩ সালে মুক্তি পায় তার দ্বিতীয় সিঙ্গল ‘বার্নিং আপ’। ১৯৮৪ সালে দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘লাইক আ ভার্জিন’ প্রকাশের পর আন্তর্জাতিক তারকা হিসেবে পরিচিত হন ম্যাডোনা। অ্যালবামের ‘লাইক আ ভার্জিন’ গানটি তার প্রথম সিঙ্গল, যা টানা ছয় সপ্তাহ ‘হট ১০০’ চার্টের শীর্ষে ছিল।

আশির দশকেই অভিনয় শুরু করেন ম্যাডোনা। কম বাজেটের ইন্ডি চলচ্চিত্র ‘আ সারটেইন স্যাকরিফাইস’ থেকে যাত্রা শুরু। প্রায় ২৪টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘এভিটা’ ছবিতে নামভূমিকায় অভিনয় করে গোল্ডেন গ্লোব পুরস্কারও পেয়েছিলেন ম্যাডোনা। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেওয়ার পাশাপাশি অসংখ্য রেকর্ড ভেঙেছেন ম্যাডোনা। রোলিং স্টোন তাকে সর্বকালের সেরা ১০০ শিল্পীর বিশেষ তালিকায় ৩৬তম স্থান দেয়। বিলবোর্ড ২০১৬ সালে তাকে বর্ষসেরা নারীর তকমা দেয়। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫