
আবু হেনা রনি ও শ্রীলেখা। ছবি- সংগৃহীত
মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স খ্যাত জনপ্রিয় অভিনেতা আবু হেনা রনি অগ্নিদগ্ধ হয়েছেন। তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে। বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
জনপ্রিয় এই কমেডি অভিনেতার অগ্নিদগ্ধের খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর এপার-ওপার দুই বাংলাতেই শোকের ছায়া নেমেছে। ইন্ডাস্ট্রির তারকা ও শুভাকাঙ্ক্ষীরা প্রিয় তারকার জন্য দোয়া চেয়েছেন সবার কাছে। সোশ্যাল মিডিয়া ফেসুবকে প্রবেশ করলেই দেখা যাচ্ছে তা।
গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) অন্যান্য তারকার মতো সবার কাছে আবু হেনা রনির জন্য দোয়া চেয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’ অনুষ্ঠানের উপস্থাপক ও জনপ্রিয় অভিনেতা মীর আফসার আলী। আর এবার রনির জন্য অভিনেত্রী শ্রীলেখা মিত্রও প্রার্থনা করছেন।
গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) এই অভিনেত্রী লিখেছেন, ‘আবু হেনা রনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বাবু।’
এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্যাস বেলুন বিস্ফোরণে রনিসহ পাঁচ জন দগ্ধ হন। এদিন গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টার দিকে পুলিশ লাইনস মাঠের পাশেই গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় দগ্ধ হয়েছেন কৌতুক অভিনেতা আবু হেনা রনি, মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন।