Logo
×

Follow Us

বিনোদন

আগামী সপ্তাহে বাড়ি ফিরতে পারেন রনি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ১৮:৪৬

আগামী সপ্তাহে বাড়ি ফিরতে পারেন রনি

কৌতুক অভিনেতা আবু হেনা রনি। ফাইল ছবি

গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ  ‘মিরাক্কেল’ খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থা এখন অনেকটাই ভালো। হাসপাতাল থেকে বাড়ি ফেরার জন্য তাকে ছাড়পত্র দিতে প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের চিকিৎসকরা। 

হাসপাতালে ভর্তি হওয়ার পর সম্প্রতি গণমাধ্যমকর্মীদের সঙ্গে হাজির হন আবু হেনা রনি। 

তিনি বলেন, পূর্ণ সুস্থতা অনুভব করছি। যদিও এক হাতে ডিপ বার্ন এখনো আছে। কিন্তু আমার মানসিক শক্তি বলছে, আমি একেবারে আগের জীবনে ফিরে আসছি।

দেশবাসীর কাছে দোয়া চাওয়ার পাশাপাশি ভয়াল সেই ঘটনার বিবরণ দিতে গিয়ে রনি বলেন, আইজিপি স্যার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সবাই বেলুন উড়িয়ে দিলেন। আমি পাশেই ছিলাম, কিন্তু বেলুনটা না উড়ে ভেসে আমাদের কাছে চলে আসে। আমি সেটা ধরে পড়তেছি যে কী লেখা। আমি আমার পারফরমেন্সের জন্য ক্লু খুঁজতেছিলাম। সে সময় অন্য পুলিশ সদস্যরা বিষয়টা খোঁজার চেষ্টা করছিলেন যে বেলুনটা কেন উড়ল না। যে এই বেলুনের দায়িত্বে ছিল সে মনে করেছে ভারী কিছু আছে, সেটা আগুন দিয়ে পুড়ে আলাদা করার চেষ্টা করে। তখন ১০০ বেলুন একসাথে হাইড্রোজেন বোমার মতো ব্লাস্ট হয়।

হাসপাতালের দিনগুলোর বিষয়ে রনি বলেন, এখানে বার্নের রোগীদের অনেক কেয়ার করতে হয়, স্কিন থেকে শুরু করে অনেক কিছু। প্রতি মুহূর্তে যে চেঞ্জ হয়, ব্যথা হয় সেটাও চিকিৎসকরা এসে ঠিক করে দিয়ে গেছেন।

জানা গেছে, আগামী সপ্তাহে ড্রেসিংয়ের পর তার ছাড়পত্রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন ১৩ সদস্যের মেডিকেল বোর্ড।

 গত ২৪ সেপ্টেম্বর রনিকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে নেওয়া হয়। গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রো পলিটন পুলিশের চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে গ্যাস বেলুন বিস্ফোরণে গুরুতর আহত হন আবু হেনা রনিসহ পাঁচজন।

দগ্ধ অন্যরা হলেন মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন। তাদের মধ্যে আবু হেনা রনি ও কনস্টেবল মো. জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫